জলবায়ু, জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ আবু খায়রূল বাশার

Page 1

জলবায়ু, জলবায়ু পরিবর্তন ও বা​াংলাদেশ আবু খায়রূল বাশাি, পরিদবশরবজ্ঞান রবভাগ, জাহাজ্ঞীিনগি রবশ্বরবদ্যালয়, সাভাি, ঢাকা-১৩৪২

জলবায়ু: পরিবর্তনশীল আবহাওয়াি ওপি রনভতি কদি ককাদনা স্থাদনি বায়ুি র্াপ, বায়ুি চাপ, বায়ু প্রবাহ, বায়ুি আর্দ্ র্ত া, বারিপার্ বা বৃরিপার্ ইর্যারেি ৩০-৪০ বছদি​ি গড় অবস্থাদক কস স্থাদনি জলবায়ু (Climate) বদল। আবহাওযাি ন্যায় জলবায়ুি উপাোনসমূহ রনয়রির্ হয় রবরভন্ন রনয়ামক দ্বািা কযমন- অক্া​াংশ, ভূপৃদি​ি উচ্চর্া, সমুর্দ্ কেদক দূিত্ব, বায়ুপ্রবাদহি রেক, সমুর্দ্দরার্, পব তদর্ি অবস্থান, বনভূরম, ভূরমি ঢাল, মাটি​ি রবদশষত্ব ইর্যারে। আবহাওয়া অল্প সমদয়ি মদে পরিবরর্তর্ হয়। অে াত ত্ এটা রনয়র্ পরিবর্তনশীল। আবহাওয়াি উপাোনসমূহ ও এদেি রনয়িণকািী রনয়ামকসমূহ পরিবর্তদনি সাদে সাদে জলবায়ুও পরিবর্তন হয়। উোহিণস্বরূপ∆ অক্া​াংশ অনুযায়ী সূয তরকিণ পর্দনি র্াির্ম্য ঘদট- ককাোও লম্বভাদব, ককাোও রর্য তকভাদব পদড়। ∆ ভূপৃদি​ি উচ্চর্া বৃরিদর্ র্াপমাত্রা হ্রাস পায়। প্ররর্ ১০০০ রমটাি উচ্চর্ায় র্াপমাত্রা ৬০ কদি হ্রাস পায়।

∆ ককান স্থান সমুর্দ্ কেদক কর্টা দূদি র্াি উপি বার্াদসি আর্দ্ র্ত া রনভতি কদি এবাং আর্দ্ র্ত াি উপি জলবায়ুি উষ্ণর্া অদনকা​াংদশ রনভতিশীল।

জলবায়ুি গুরূত্ব ও প্রভাব: অন্যান্য প্রাকৃরর্ক পরিদবদশি ন্যায় জলবায়ুও মানব জীবদনি ওপি ব্যাপক প্রভাব রবস্তাি কদি োদক। জলবায়ুি উপাোনগুদলাি রবরভন্নর্াি জন্য পৃরেবীদর্ রভন্ন রভন্ন জলবায়ু অঞ্চল কেখা যায়। আি এ কািদণই পৃরেবীি সব তত্র জলবায়ু একইরূপ নয়। জলবায়ুি রবরভন্নর্াি েরুণ পৃরেবীি রবরভন্ন অঞ্চদল মানুদষি অে নত নরর্ক কায তাবরল ও সা​াংস্কৃরর্ক জীবদনি মদেও পােকতয কেখা যায়। এছাড়াও জলবায়ু ককাদনা অঞ্চদলি জীবনবরচত্রয এবাং প্ররর্দবশও রনর্ তািণ কদি । জিবায়ুি প্রভাবসমূহ রনম্নরূপ◘ কৃরষকায- কৃরষি ওপি জলবায়ুি প্রভাব সবদচদয় কবরশ। জলবাযুি জন্য পৃরেবীি রবরভন্ন অাংদশ রবরভন্ন প্রকাি ফসল উত্পন্ন হয়। কৃরষ ককবল মানুদষি খাদ্যই কযাগায় না –এটি রবরভন্ন রশদল্পি কাচামালও সিবিাহ কদি োদক। ◘ বনভূরম- বনভূরম মানুদষি অে নত নরর্ক কায তাবরল ও ব্যবসা বারণদজযি ওপি যদেি প্রভাব রবস্তাি কদি। এ বনভূরমি উৎপরি এবাং উন্নরর্ আবাি জলবায়ুি ওপি রনভতি কদি।


◘ মৎস্যচািণ কক্ত্র- আরেকাল কেদক মৎস্য রশকাি ও মৎস্য ব্যবসা মানুদষি একটি প্রর্ান উপজীরবকা। জলবায়ু মৎস্য রশকাি ও ব্যবসাদয়ি অনুকূল পরিদবশ সৃরি কদি পদিাক্ভাদব অে নত নরর্ক জীবদনি ওপি প্রভাব িাদখ। ◘ পরিবহণ ও কযাগাদযাগ- সুলভ পরিবহণ ও কযাগাদযাগ ব্যবস্থা ছাড়া ব্যবসা বারণদজযি উন্নরর্ হয় না। প্ররর্কূল জলবায়ু পরিবহণ ব্যবস্থাদক পঙ্গু কদি োদক। ◘ খরনজ সম্পে- খরনজ সম্পদেি উদিালদনি ওপি জলবায়ুি প্রভাব িদয়দছ। জলবায়ুি প্রভাদব নারর্শীদর্াষ্ণ অঞ্চদলি অরর্বাসীগণ খরনজ সম্পদেি উদিালন ও খরনজ সম্পে িপ্তারনদর্ খুবই সফলর্া লাভ কদিদছ। ◘ রশল্প কািখানা- রশদল্পি ওপি জলবায়ুি পদিাক্ প্রভাবই অরর্ক কেখা যায়। কযমন আর্দ্ ত জলবায়ু বস্ত্র রশদল্পি জন্য আবশ্যক ও ময়ো রশদল্পি জন্য শুষ্ক জলবায়ুি প্রদয়াজন। ◘ পশুপালন- পশুপালদন তৃণভূরমি প্রদয়াজন। মহাদেশীয় জলবায়ুি প্রভাদব রবস্তীণ ত তৃণভূরমি হয়। ফদল তৃণভূরমদর্ পশুপালন গদড় ওদে। ◘ বসরর্ ও বাসগৃহ- বসরর্ ও বাসগৃদহি ওপি জলবায়ুি ব্যাপক প্রভাব িদয়দছ। অর্যরর্ক উষ্ণ বা শীর্ল অণ্চদল মানুদষি বসবাস কিা খুবই কিকর্ র্াই নারর্শীদর্াষ্ণ জলবায়ু অঞ্চদল ঘন জনবসরর্ গদড় উদেদছ। ◘ শািীরিক ও মানরসক শরি​ি রবকাশ- জলবায়ু মানুদষি শািীরিক ও মানরসক শরি​ি রবকাশ রনয়িণ কদি। স্বাস্থ্কি জলবায়ুদর্ লারলর্ পারলর্ মানুষ কম র্ত ৎপি, অেবসায়ী ও সুরনপুণ।

জলবায়ু পরিবর্তন: ককান জায়গায় গড় জলবায়ুি েীঘ দত ময়ারে ও অে পূত ণ ত পরিবর্তনদক জলবায়ু পরিবর্তন বদল। প্রায় ৪.৬ রবরলয়ন বছি আদগ পয তন্ত এি জলবায়ু বিাবিই বেদলদছ। প্রাকৃরর্কভাদব পৃরেবীি জলবায়ু পরিবরর্তর্ হদয় আসদছ- র্াই এটিদক প্রাকৃরর্ক প্ররিয়াও বলা হয়। জলবায়ুি পরিবর্তন রবরভন্ন রনয়ামদকি ওপি রনভতিশীল কযমন- জজব প্ররিয়াসমূহ, পৃরেবী কতৃ তক গৃহীর্ কসৌি রবরকিদণি পরিবর্তন, কেট কটক্টরনক, আদেয়রগরি ইর্যারে। বর্তমানকাদল, সামারজক ও িাজননরর্ক দৃরিদকাণ কেদক জলবায়ু পরিবর্তন বলদল সািা পৃরেবীি ইোরনাং সমদয়ি মানরবক কায তিদমি কািদণ সৃি জলবায়ু পরিবর্তনদক কবাঝায়।

জলবায়ু পরিবর্তদনি কািণ: জলবায়ুি পরিবর্তন রবষয়টি একসময় মানুদষি রচন্তাি পরিরর্দর্ই রছল না। রকন্তু জলবায়ু পরিবর্তন বর্তমান রবদশ্বি সবদচদয় বড় চযাদলঞ্জ রহদসদব উপনীর্ হদয়দছ। জলবায়ু পরিবর্তদনি কািণসমূহ রনম্নরূপ জলবায়ু পরিবর্তদনি সবদচদয় বড় কািণ জবরশ্বক উষ্ণর্া বৃরি। আি এই উষ্ণর্া বৃরি​ি প্ররিয়াদক রবশ্ব উষ্ণায়ন বলা হদে।  গ্রীণ হাউস ইদভক্ট বা প্ররর্রিয়া বলদর্ অরর্রি​ি কাব তন-ডাই-অক্সাইড(CO2) রনিঃসিদণি ফদল পৃরেবীি েীঘ দত ময়ারে উওপ্ত হওয়াদক কবাঝায়। কাব তন-ডাই-অক্সাইড (CO2) গ্রীণ হাউদসি কা​াঁদচি মদর্া কাজ কদি।


কাব তন-ডাই-অক্সাইড (CO2) এি র্ম ত হল ক্ষুর্দ্ র্িঙ্গনেদঘ যত ি রবরকিণ এি কভর্ি রেদয় কযদর্ পাদি রকন্তু েীঘ ত র্িঙ্গনেদঘ যত ি রবরকিণ এি কভর্ি রেদয় কযদর্ পাদি না। সূদয তি ক্ষুর্দ্ র্িঙ্গনেদঘ যত ি রবরকিণ কাব তনডাই-অক্সাইড (CO2) এি কভর্ি রেদয় পৃরেবীদর্ সহদজ আসদর্ পাদি। পৃরেবী এই র্াপ কশাষণ কদি হদয় পুনিায় র্াপ রনিঃসিণ কদি। পুনিঃরনসৃর্ েীঘ ত র্িঙ্গনেদঘ যত ি রবরকিণ কাব তন-ডাই-অক্সাইড (CO2) এি ফা​াঁেদক কভে কিদর্ পাদি না। এদর্ র্াপ আটদক পদড় ফদল গ্রীণ হাউস সাংঘটির্ হদয় পৃরেবীি উষ্ণায়ন ঘটায়।  পৃরেবীব্যাপী জবরশ্বক উষ্ণর্া বৃরি বা রবশ্ব উষ্ণায়দণি জন্য কয গ্যাসসমূহ োয়ী কিা হয় র্াদেিদক গ্রীণ হাউস গ্যাস বলা হয় হয়। র্াদেি মদে অন্যর্ম গ্যাসসমূহ হল: -কাব তন-ডাই-অক্সাইড (CO2) -রমদেন (CH4) -নাইট্রাস অক্সাইড (N2O) -সালফাি কহক্সাফ্লুিাইড (SF6) -নাইদট্রাদজন ট্রাই ফ্লুিাইড (NF3) -হাইদরা ফ্লুদিা কাব তন (HFCs) -পাি ফ্লুদিা কাব তন (PFCs) -কলাদিা ফ্লূদিা কাব তন (CFCs) এদেি মদে কাব তন-ডাই-অক্সাইড (CO2) জবরশ্বক উষ্ণর্া বৃরিদর্ সবদচদয় কবরশ ক্রর্কি প্রভাব কফলদছ।  পৃরেবীি বায়ুমন্ডদলি স্ট্রাদটারিয়াদি ওদজান স্তি িদয়দছ যা পৃরেবীদর্ সূদয তি ক্রর্কি অরর্দবগুরন িরি​ি প্রদবশ কিদর্ বার্া কেয় ও পুনিায় রনিঃসৃর্ র্াপ মহাশূ্দে রফদি কযদর্ সহায়র্া কদি। রকন্তু গ্রীণ হাউস গ্যাসসমূদহি জন্য ওদজান স্তি ক্য়প্রাপ্ত হদে পুনিায় রনিঃসৃর্ র্াপ মহাশদে রফদি কযদর্ পািদছ না। ফদল জবরশ্বক উষ্ণর্া বৃরি পাদে।

জলবায়ু পরিবর্তদনি প্রভাব: রবশ্বব্যাপী জলবায়ু পরিবর্তদনি ফদল অস্থায়ী বা স্থায়ী কনরর্বাচক প্রভাব পড়দছ। UNFCCC জবরশ্বক উষ্ণায়নদক মানুদষি কািদণ সৃি এবাং জলবায়ুি রবরভন্নর্াদক অন্য কািদণ সৃি জলবায়ুি পরিবর্তন কবাঝাদর্ ব্যবহাি কদি। জলবায়ুি পরিবর্তদনি প্রভাব সরর্যই পড়দছ রকনা র্া চািটি মানেদন্ড রবদবচনা কিা হয়;    

জলবায়ুি পরিবর্তদনি কািদণ কািা সবদচদয় কবরশ ক্রর্গ্রস্ত। ককাোয় প্রাকৃরর্ক দুদয তাগ কবরশ হদে। সবদচদয় কবরশ জনসাংখ্যা ককাোয় ক্রর্গ্রস্ত হদে। ক্রর্গ্রস্ত কেশটি ক্রর্ কমাকারবলাি জন্য এি মদেই রক রক পেদক্প রনদয়দছ।


জলবায়ু পরিবর্তদনি আদগি শর্তটি হদলা পৃরেবীি র্াপমাত্রা কবদড় যাওয়া। পৃরেবীি র্াপমাত্রা কবদড় কগদল ৫টি ঘটনা ঘটদব    

েরক্ণদমরূ, পব তদর্ি চূড়া ও রহমবাদহ কয বিফ আদছ র্া গদল যাদব। সমুদর্দ্ি উপরিভাগ গিম হদয় রনম্নচাপ ও ঘূরণ তঝড় হদব। সমুদর্দ্ি পারন বাষ্প হদয় অরর্রি​ি কমঘ ও বৃরিপার্ হদব। বষ তাকাদল তুমুল বৃরি ও শীর্কাদল র্ীব্র খিা হদব। সমুদর্দ্ি পারন কবদড় কগদল কজায়াদি​ি পারনি উচ্চর্া বাড়দব ও জদলাচ্ছ্বাদসি পরিমাণ কবদড় যাদব।

জলবায়ু পরিবর্তদন বা​াংলাদেদশি ঝরাঁ ক ও সম্ভাব্য ক্য়ক্রর্: জবরশ্বক উষ্ণর্া বৃরি​ি ফদল জলবায়ুি পরিবর্তদনি ঝরাঁ ক ও সম্ভাব্য ক্য়ক্রর্ রনদয় ইদর্ামদে রবশ্বজুদড় আর্ঙ্ক সৃরি হদয়দছ। অরর্রি​ি র্াপমাত্রা বৃরি​ি ফদল বর্তমান রবশ্ব প্ররর্রনয়র্ রবরভন্ন পরিদবশগর্ রবপয তদয়ি সম্মুখীন হদে। জানুয়ারি ২০০৯ এ প্রকারশর্ ‘‘Climate of Disaster‘‘এি এক প্ররর্দবেদন বলা হদয়দছ –‘‘পরিদবদশি ত হদর্ যাদে বা​াংলাদেশ।‘‘সাম্প্ররর্ককাদল রবপয তদয়ি ফদল পৃরেবীি সবদচদয় ক্রর্গ্রস্ত কেশ রহদসদব আরবভূ র্ বা​াংলাদেদশ কযসব বড় র্িদণি প্রাকৃরর্ক দুদয তাগ কেখা রেদে র্া মূলর্ জলবায়ু পরিবর্তদনি কািদণই হদে। জবরশ্বক উষ্ণর্া বৃরিই মূলর্ এ পরিবরর্তর্ জলবায়ুি জন্য োয়ী। জলবায়ু পরিবর্তদনি কািদণ বা​াংলাদেদশি ঝরাঁ ক ও সম্ভাব্য ক্য়ক্রর্সমূহ আদলাচনা কিা হদলা সমুর্দ্ পৃদেি উচ্চর্া বৃরি- বা​াংলাদেশ রবদশ্বি অন্যর্ম বৃহৎ ব-দ্বীপ, কযখাদন অসাংখ্য নেনেী বদয় চদলদছ। পৃরেবীি র্াপমাত্রা ১০ কসলরসয়াস বৃরি কপদল বা​াংলাদেদশি ১১ শর্া​াংশ ভূরম সমুর্দ্গদভত রবলীন হদয় যাদব। বা​াংলাদেদশি সমুর্দ্ পৃদেি উচ্চর্া প্ররর্বছি ৭ রমরলরমটাি হাদি বাড়দছ। IPCC(Intergornmental Panel on Climate Change)এি সমীক্া অনুযায়ী, বর্তমাদন সমুর্দ্ পৃদেি উচ্চর্া প্ররর্ েশদক ৩.৫ রমরলরমটাি কেদক ১৫ রমরলরমটাি বৃরি কপদর্ পাদি।এমনরক ২১০০ সাল লাগাে র্া ৩০ কসরম কেদক ১০০ কসরম এ কপৌাঁছাদর্ পাদি। সমুর্দ্ পৃদেি উচ্চর্া বৃরি বা​াংলাদেদশি জন্য ভয়াবহ রবপযয় সৃরি কিদব।  মরূকিণ- জবরশ্বক উষ্ণর্া বৃরি পাওয়াি সাদে সাদে ভূপৃদে পারনি পরিমাণ িমাগর্ হ্রাস পাদে। মরূভূরমি জবরশিয কেখা রেদে।  রনম্নভূরমদর্ োবন- জবরশ্বক উষ্ণর্া বৃরি পাওয়াি ফদল বা​াংলাদেশসহ পৃরেবীি অন্যান্য রনম্নভূরম সমুর্দ্গদভত রবলীন হদয় যাদব। এছাড়াও উপকূলীয় এলাকাসমূহ িদমই রনরিহ্ন হদয় যাদব।  জীবনবরচত্রয ধ্বাংস- জবরশ্বক উষ্ণর্া বৃরি​ি ফদল জীবনবরচত্রয মািাত্মক হুমরকি মুদখ পদড়দছ। পরিদবশ ও ভূরবজ্ঞানীদেি মদর্, সমুদর্দ্ি উচ্চর্া মাএ ১ রমটাি বৃরি কপদল সুন্দিবদনি ৭০ ভাগ র্রলদয় যাদব। বনাঞ্চলসমূদহি ধ্বাংদসি ফদল পরিদবদশি ভািসাম্য কদম বাস্তুসাংস্থান রবপয তদয়ি আশাংকা কেখা রেদে।


 পারনি লবণাির্া বৃরি- বর্তমাদন বা​াংলাদেদশি উপকূলীয় অণ্ঞদল দূিবর্ী দ্বীপসমূদহি প্রায় ১.৪ রমরলয়ন কহক্টি এলাকায় কলানা পারন প্রদবশ কিায় উন্মুি জলাশয় ও ভূগভতস্থ পারন লবণাি হদয় পদড়দছ। জলবায়ু পরিবরর্তর্ হওযাি সাদে সাদে এই লবণাির্াি মাত্রা আিও বৃরি পাদে।  নে-নেীি প্রবাহ হ্রাস- জলবায়ু পরিবর্তদনি ফদল নে-নেীি স্বাভারবক প্রবাহ রবরির্ হয়। নেীি ক্ীণ প্রবাদহি কািদণ সামুরর্দ্ক কলানা পারন সহদজ অভযন্তিীণ নেীপ্রবাদহ প্রদবশ কদি নে-নেীি পারনদর্ লবণাির্া বারড়দয় কেদব।  রবপন্ন কৃরষ- জলবায়ুি পরিবর্তন বা​াংলাদেদশি কৃরষখার্ ও কেদশি আে -ত সামারজক ব্যবস্থা ওপি ব্যাপক কনরর্বাচক প্রভাব কফলছ। এছাড়াও প্রদয়াজনীয় কসদচি অভাদব কেদশি উওি-পরিদম চাষাবাে ব্যাপকভাদব ক্রর্ি সম্মুখীন হদব।

র্থ্যসূত্র:  রবশ্ব পরিদবশ রেবস স্মিরণকা (২০১৩)  Rashid, H.E. (1977): Geography of Bangladesh, University press Limited.  Climate Change; Impacts and Adaptation strategies of the Indigenous Communities in Bangladesh by BARCIK, April-2009.  অক্সফাম-বা​াংলাদেদশি জলবায়ু পরিবর্তদনি ক্রর্ ও কখসাির্-সাংকলন,২০০৭  প্রদফসি‘স রপএসরস নন-কযাডাি জব গাইড;বা​াংলা অাংশ পৃিা-১৭০  উচ্চ মােরমক ভূদগাল (১ম পত্র)-কমায়াদেম কহাদসন কচৌধুিী  পাল কগৌর্ম –পরিদবশ ও দূষণ( তৃর্ীয় সাংস্কিণ,২০০৪)  রবশ্ব পরিদবশ রেবস স্মিরণকা (২০১৪) ত  অক্সফাম-‘‘জলবায়ু পরিবর্তন‘‘-মাচ ,২০১৪  উচ্চ মােরমক পোে রতবজ্ঞান (১ম পত্র)  মােরমক জীবরবজ্ঞান


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.