লোকাচার, পুরান, গ্রামিক অনুষঙ্গ ও সমাজেতিহাস কবিতার শরীরে যে আলো ফেলে তার প্রমাণ বর্তমান কাব্যগ্রন্থটি । আয়তনে ছোটো অথচ বোধ ও বিষয়ে গভীর এ কাব্যের কবিতা গুলোই যেন জীবনকেই ঘুরে দেখা । নাগরিকতার বদলে সরল ভাষা আর কাটা কাটা ছোটো ছোটো বাক্যে উচ্চারিত হয়েছে এক রূপলোক অধরা অপরা ভুবন ।