6 minute read
আগমনী মািসর ভুত দখা
শিমলা চবত
তামরা কউ িক আমার আগমনী মািসেক দেখেছা? হয়েতা ওরকম দু’চারজন আগমনী মািসর মেতা মানুষ দেখেছা, তেব অমন জদী, সাহসী, তজী মিহলা দেখেছ িকনা সেহ । না, তামােদর কৗতূহল আর বাড়ােবা না। এবার আগমনী ওরেফ আমার মােয়র খুড়তুেতা বান। আগমনী মািসর বণনাটা একটু িদেয়ই ফিল। মািসর ডাক নাম িছল িমনু। মািস ক ৃ িতেত মিহলা হেলও তােক মিহলা বেশ পুষ বলেলও িকছুভুল বলা হেবনা। মািস ছাট বলা থেকই খুব সাহসী িছল। কােনা িকছুেতই ভয়ডর িছল না। পাড়ায় পাড়ায় দিসপনা কের বড়ােনা, সাঁতার িদেয় পুেরর এপার ওপার করা, সাইেকল চালােনা, পাড়ার বািড়েত বািড়েত িগেয় আম, পয়ারা ফলপাকড় চুির, ছেলেদর সংেগ ফুটবল খলা, কাবািড খলা এসব িছল তার দনিন কােজর অ। পাড়ার মেয়রা তা দূেরর কথা, ছেলরাও তার ভেয় থরহির ক িছল। ওেক জ করার ব ফি এঁেটও কউ সফল হেত পােরিন। এেহন মািস একবার জদ ধরেলা শশধর মেসার কােছ য তােক ভূত দখােত হেবই। মািস জদ ধরেল তা না কের কান উপায় নই। তাহেল ঘটনাটা বেলই ফিল। আমার মােয়র কাকা অথাৎ আগমনী মািসর বাবা দুঁেদ পুিলশ ইেপর িছেলন। ওঁেদর িবেয়র দশ বছর কান সান হয়িন। ব পূজা, মানত, তাগা, তািবজ ইতািদ কের তাঁেদর সান ঐ মািস জায়। কােজই তামরা বুঝেতই পারেছা ছাটেবলা থেকই িক আদর, আােদ মািস মানুষ হেয়েছ। তাই বড় হওয়ার সােথ জদটাও বাড়েত থেকেছ। শশধর মেসা আমার মেজা মািসর বর। উিন যমন বলেত কইেত পারেতন, সরকম রিসকও িছেলন। মািসর সংেগ তা তাঁর জামাইবাবু, শালীর সক িছল। আর কউ মািসর ধাের কােছ না ঘঁষেলও মেসার সে খুবই ঠাা, ইয়ারিক, রংগ রিসকতা চলেতা। এসব কথা আমার মােয়র মুখ থেক শানা। আমার তখন জই হয়িন। আমার মােয়র িবেয়ও হয়িন তখন। আমার মামাবািড় িছল রাজসাহী এখন বাংলােদেশ। সটা মেশার র বািড়। উিন আমার মামার বািড় ায়ই আসেতন কােজর সূে। তখন একাবত পিরবার িছল। তাই মা, জাঠতুেতা, খুড়তুেতা ভাইেবানরা সব এক সােথই মানুষ হেয়েছ। ঐসময় আেতাষ কেলজ তা যখন যাগমায়ােদবী কেলজ হয়িন তখন িমনু মািস (আগমনী মািসর ডাকনাম) ঐ কেলেজ ইংিলশ অনাস িনেয় িব.এ পড়ত। মােঝ মােঝ ছু ছাটােত দেশর বািড় রাজসাহীেত যত। একিদন দুপুরেবলায় খাওয়া দাওয়ার পর সবাই হলঘের জমােয়ত হেয়েছ। শশধর মেসা, িমনুমািস, মা, িচনুমািস অথাৎ আমার মেজামািস সবাই আেছন। সকেলই িনেজেদর নানা অিভতার কথা বলেছ। কউ ভূত দখার গ , কউ চার ডাকােতর গ। শশধর মেসা তাঁর নানা ভৗিতক গ বলেছন | িমনুমািস বের হািস হেস বেল, ‘ওসব সব গাঁজাখুির গ। আিম একটুও িবাস কির না। আপিন িক কােনািদন ভূত দেখেছন?’ মেসা এক কথায় বেল বেসন, ‘িনয়ই দেখিছ, অেনক দেখিছ। তুিম চাও তামােকও দখােত পাির। তুিম িনেজর চােখ দখেল িবাস করেব তা
Advertisement
?’ ‘তাহেল ভেব দখব’ মািসর উি। “ক আেছ তেব হেয় যাক। কেব দখেত চাও?' মেসা বেলন। মেন মেন ভাবেলন মািসেক বাকা বানাবার এই সুবণ সুেযাগ কােনামেতই হাতছাড়া করা যােবনা। তারপর সবাই িমেল নানা আলাপ আেলাচনার পর ক হয় সামেনর অমাবসার রাে ভূত দখা হেব। তেব কাথায় আসর বসেব?
আমার মামাবািড়র পছেনই একটা পােড়া জিমদারবািড় আেছ। সখােন এককােল ব লাকজন িছল, জমজমাট িছল, এখন ওখােন কউ নই। শানা যায় একজন ওখােন আহতা কের। এই ম সংা ঘটনা আরিক। তারপর থেকই লােক রােত কাউেক ঘুের বড়ােত দখা যায়। লােক বেল সিত িমথা জানা যায়িন। ব অিভতার সাী বহন কের জীণসার বািড় দাঁিড়েয় আেছ। তেব মেসা থেমই ওইিদন কান চা বছেরর ছাট বাােদর যাওয়া চলেব না
বেল িদেলন। ছাটরা ঐ জিমদার বািড়র নাম েন িনেজ থেকই দেম িগেয়িছল, তাই তারা বিশ ওজর আপিও তুলেলা না, মেসার িনেদশটা মেন িনল। বড়েদর মুেখও কেনা কেনা ভাব দখা গল। কবল িমনুমািসর উৎসাহই সবেচেয় বিশ। স বলেলা, ‘অেনকবার আিম ঐ বািড়েত গিছ। কবল ইদুর বাদুেড়র উৎপাত। সাপেখাপও থাকেত পাের। একটু দেখ েন যেত হেব, এই যা । সিদন কেয়কটা বড় বড় জারােলা টচ িনেয় রাখেত হেব।’
মেসা সবাইেক বলেলন আেরা যারা যারা ভূত দখেত চায় তারা যন সবাই ঐ িদন এ বািড়েত রাত ৮টার পর চেল আেস। সবাই অধীর আেহ ঐ িদনর তীায় আেছ। কতরকম জনা কনা চলেছ ঐ িদনেক িঘের। যাই হাক অবেশেষ ঐ ব আকািঙত িদন এেসই গল। সকাল হেতই সবাই জাগাড় যে ছুেট গল। গাজল, ধূপ, ফুল, বলপাতা, ঘট, তামার পা সব জাগাড় করা হল। বািড়র কােজর মেয়েক পােয় জিমদারবািড়র বড় হলঘরটা পিরার করােনা। হল। ঘেরর চারিদেক স ছটােনা হল । নাহেল তা বাদুড়, চামিচেকর গে মানুষ কন ভূতও পালােব । মািসেক সােবলায় ান-টান সের লালপাড়, সাদা শািড় পের আসেত বলা হেয়েছ। চুলেক সাবান িদেয় খালা রাখেত বলা হেয়েছ। এমিনেত মািসর গােয়র রং চাপা, মুখখািন গাল বার মত। তােত একটু পুষালী ভাব। মা, মেজামািস, বািড়র চাকর-বাকর সবাই এেস পড়েলা । বড়রা সবাই এেক এেক জমােয়ত হেত থাকেলা । ছাটেদর ঢাকা বারণ, তারা একটু উিক ঝুঁিক মারেত লাগেলা জানালা িদেয়। সবাই এেস গেল জানালােলা ব কের দওয়া হল । রাত ক ৮টা নাগাদ শশধর মেসা গরেদর ধিত, খািল গা, কাঁেধ এক চাদর, পােয় খড়ম, কপােল চেনর িতলক পের, হােত এক থিল িনেয় উপিত হেলন ও এবার দরজােলা ব করার িনেদশ িদেলন । ঘেরর কাণায় আেগ থেকই চনধূপ ালােনা হেয়িছল। ধূেপর ধাঁয়ায় ঘেরর পিরেবশটা কমন মায়াময় মেন হিল। ঘেরর মেধ নঃশ িবরাজ করেছ। শশধর মেসা িপ ঁ িড়েত বেসই চারিদক গাজল িছেয় কের িনেলন। এক মেন উারেণ সং ৃ ত াক আওড়ােত লাগেলন। ঘের সূচীেভদ অকার। সকেলর িনঃােসর শ ছাড়া আর িকছুশানা যাে না । মাসটা াবণ তাই বাইের িঝির িঝির কের ব ৃ ি হেয়েছ। িঝ িঝ পাকার আর বােঙর ডাক ছাড়া আর িকছুই কণহের েবশ করেছ না, ায় ঘা খােনক এইভােব কাটেলা৷ মেসা একসময় মািসেক সামেনর আসেন বসেত বলেলন। তার সামেন থিলর ভতর থেক বর কের একটা ছাট মার হািড় রাখেলন। পােশ ফুল, বলপাতাও িছল এক তামার পাে। মেসা ম উারেণর সােথ সােথ মািসেক িনেদশ িদেন িক করেত হেব। কাথায় হাত রাখেত হেব। এইভােব মািসেক হাঁিড়েত হাত িদেত বলেলন পের কপাল ছুঁেত বলেলন। এইভােব এেক এেক নাক, কান, গাল, গলা কাঁধ সব জায়গায় হাত ছাঁয়ােত বলেলন। মাগত মোারণ চলেছ আর মািসেক িনেদশ িদেন এরপর িক করেত হেব। এইভােব আেরা আধঘা কেট গল। ঘেরর মেধ সবাই িনঃ বেস আেছ। বাইের কবল িঝ িঝ পাকার ডাক শানা যাে। সকেলই অধীর আেহ ভূেতর অেপায় আেছ। হঠাৎ মেসা বেল উঠেলন, 'িক আগমনী খুব ভয় পেয়েছা বুিঝ? হাত এত বরেফর মত ঠাা কন?' এর উের মািস িক বলেলা শানা গেলা না । কবল ঘড় ঘড় কের গলা িদেয় িক একটা আওয়াজ বর হল। এবার শশধর মেসা িনেদশ িদেলন লনেলা েল দবার জন। আেলা ালবার। সােথ সােথই সকেলর চাখ ধাঁিধেয় গল । মেসা ততেণ তাঁর হােতর আয়নাটা মািসর মুেখর সামেন তুেল ধেরেছন। মািসর পছেন যারা বেসিছল তারাও আয়নার িদেক তাকােলা। কান চহারাই দখেত পল না তারা। বাপারটা িক বাঝবার আেগই সকেল দখেলা এক দমকা হাওয়ায় ব দরজা খুেল গল। সে সে মািস দুহাত িদেয় মুখ ঢেক িবদুৎগিতেত ছুেট বিরেয় গল। পছন পছন শশধর মেসাও দৗড়েলন। ঘেরর মেধ য যার জায়গায় হেয় ভাবাচাকা খেয় বেস আেছ। একটু পেরই মেসা িফের এেলন ঘের ও ধপ কের িনেজর িপিড়েত বেস পড়েলন। ঐ সময় সকেল তািকেয় দখেলা আগমনী মািস দরজায় দাঁিড়েয়। মেসার িদেক তািকেয় মুচিক হেস বলেলা, 'িক জামাইবাবুআমােক বাকা বানােত পারেলন না তা?'
সকেল তািকেয় দখেলা মািসর পরেণ একটা ছাপা শািড়, চুলটা দুপােশ িবনুনী কের বাঁধা। মুেখ কািলর িচ মা নই । বাপারটা কউই আঁচ করেত পারেছ না । সকেল ভাবেছ মুহূেতর মেধ মািস িক কের শািড় বদেল মুেখর কািলঝুিল
ধুেয় এেলা? মািস ছাড়া সকেলই জানেতা হাঁিড়টােত কািল মাখােনা িছল। তখন িমনুমািস রহেসর সমাধান কের বলেলা, আিম জামাইবাবুর মতলবটা আেগই বুেঝিছলাম। তাই আিম এখােন আমার বদেল আমার এক বাবীর সে িসেনমায় িগেয়িছলাম। এই তা িফরলাম । এই দেখা, িসেনমার নাইট শােয়র িকট। তখেনা সবাইেয়র মুখ হাঁ হেয়ই আেছ। হঠাৎ একটা জার আওয়াজ সকেলই তািকেয় দেখ শশধর মেসা মেঝেত অান হেয় পেড় আেছন। চােখ মুেখ জল িছেয় ান ফরােনা হল। মুখ পা ু র বণ। ভাবেলশহীন দ ৃ িেত আগমনী মািসর িদেক তািকেয় রইেলন। মুেখ কান কথা নই। িকছুণ বােদ অ ু ট কে মািসর িদেক আঙুল দিখেয় িজেস করেলন, 'ও ক?'
সবার মেনই একই িজাসা তাহেল মািসর মত য একটু আেগ ছুেট ঘর থেক বিরেয় গল স তাহেল ক? এই রহেসর সমাধান আজও হয়িন। তারপর থেক মেসা কান মেলেছন ভিবষেত আর কাউেক ভূত দখাবার চা করেবন না। ঐ করেত িগেয় িনেজর িবপদ িনেজই ডেক আনিছেলন আর িক! ভািগস, এ যাা বঁেচ গেছন। তাঁর আেরা একটা বাপাের এখেনা খটকা লেগ আেছ। উিন মোারেণর সােথ একবার যখন হাঁিড়টা শ কেরিছেলন তখন একটা িহমশীতল হােতর শপেয়িছেলন । িতিন যন মড়া মানুেষর গােয় হাত িদেয়েছন, এরকম মেন হেয়িছল । তখন িশউের উেঠ উিন হাত সিরেয় িনেয়িছেলন। পেরও সবাইেক এ বাপারটা বেলনিন! িচনুমািস অথাৎ ওনার ী তােকও নয় । ওনার তা পেট কান কথা থােক না, সােথ সােথই পাঁচ কান করেতন। কবল চুিপ চুিপ মােক কথাটা বেলিছেলন । তেব িক ওটা িবেদহী আা িছল? তেব কার ? আেজা কউ জােন না।