aaawaj 15/09/2012

Page 1

প্রথম সংখ্যা, সসপ্টেম্বর ২০১২

পপ্টথর জীবন


সূচিপত্র


একজন সহপাঠী​ীঃ তা​াঁর সাপ্টথ বন্ধুতা ও শত্রুতা, এবং তা​াঁর িপ্টে যাওয়ার গল্প


Shariful Islam Khan on Monday, July 16, 2012 at 8:32pm · ছাত্রজীবপ্টন সাধারণত প্রচতটা বযাপ্টিই সছাট সছাট গ্রুপ ততচর হপ্টয় থাপ্টক। সযটাপ্টক বো হয় সেন্ড সাপ্টকে​ে। তা​াঁর মাপ্টন এই না সয এক গ্রুপ আপ্টরক গ্রুপ এর শত্রু! এটা হয় মপ্টনর চমে সথপ্টক। সকননা, িোর পপ্টথ সকে সেপ্টত্রই কাউপ্টক না কাউপ্টক বন্ধু চহপ্টসপ্টব কাপ্টছ টানপ্টত হয়। তা না হপ্টে সয জীবন িপ্টে না! কখ্নও দুজন, কখ্নও চতনজন আবার কখ্নও িার-পা​াঁি জন চমপ্টে ততচর হয় এই বন্ধু মহে। আমাপ্টেরও হপ্টয়চছে একটা। সযখ্াপ্টন চছোম আচম, রাপ্টসে(চবল্লাহ), মুস্তাচকম, সেপ্টোয়ার এবং আমাপ্টের প্রয়াত বন্ধু পারুে। সবে​ো একসাপ্টথ গল্প করা, কযাচন্টপ্টন অথবা বাচহপ্টর মামার সছাট্ট িা সোকাপ্টন িা খ্াওয়া, সব চমচেপ্টয় সবশ কাটচছে চেন গুপ্টো। কযাম্পাস সছপ্টে বাসায় সযপ্টতই মন িাইত না। পরচেন আবার ক্লাস শুরুর অপ্টনক আপ্টগই কযাম্পাপ্টস আগমন। সপাটেস রুপ্টম ইনপ্টডার সগম সখ্ো। আরও কত স্মচত!! ৃ অতীঃপর প্রকৃচতর অপ্টমাঘ চনয়প্টমই সহাক আর আমাপ্টের ভু প্টের কারপ্টণই সহাক, ফাটে ধরে আমাপ্টের বন্ধুপ্টে! চক এক অজানা কারপ্টণ স ৃচি হে েূরে! এরই মপ্টধয একচেন পারুপ্টের সাপ্টথ হপ্টয় যায় ভীষণ ঝগো! তারপর কথা বো বন্ধ। শুরু হয় শত্রুতা। আর আমার সসই শত্রু(!) সমধাবী বন্ধুচটই (পারুে) গত শুক্রবাপ্টর িপ্টে সগে চির চবোয় চনপ্টয়। কত স্বপ্টের জােই না সমপ্টয়চট বুপ্টনচছে তা​াঁর ভচবষযৎ চনপ্টয়। সকে স্বেই সবাধহয় অপূণে রপ্টয় সগে। আজ সস আমাপ্টের মাপ্টঝ সনই। আপ্টছ তা​াঁর স্মচত। ৃ িেচিপ্টত্রর মতই সবচকছু ফ্ল্যাশবযাপ্টক মপ্টনর আয়নায় সভপ্টস উঠপ্টছ- আমরা িারজন একসাপ্টথ কযারাম সখ্েতাম। আচম সখ্োয় সতমন ভাপ্টো চছোম না। পারুপ্টের এ সখ্োয় হাত পাকা চছে। সবাপ্টডে চভট থাকপ্টতা না। সখ্েপ্টত অসুচবধা হত। প্রচতচেন কযাচন্টন সথপ্টক পা​াঁি টাকার ময়ো চকপ্টন আনতাম। একচেন সেচখ্ পারুে বযাপ্টগ কপ্টর এক সকচজ ময়ো চনপ্টয় এপ্টসপ্টছ। সেপ্টখ্প্টতা আচম সহপ্টসই খ্ুন! সখ্োর চক শখ্! পুপ্টরা এক সকচজ ময়ো চনপ্টয় এপ্টসপ্টছ! একচেন প্রিণ্ড জ্বর চনপ্টয় কযাম্পাপ্টস চগপ্টয় চছোম। সফরার পপ্টথ রাপ্টসে এর হাত ধপ্টর বাপ্টস উঠোম। উপ্টঠ সেচখ্ পারুে বাপ্টস। উপ্টল্লখ্য, আচম তখ্ন তার সাপ্টথ কথা বেতাম না। আমাপ্টক অসুস্থ সেপ্টখ্ তার পাপ্টশই বসপ্টত চে​ে। যখ্ন সস আমার কপাপ্টে হাত সরপ্টখ্ জ্বর সেখ্চছে, তখ্ন আমার সকে রাগ- সোভ চনচমপ্টষই সযন উপ্টব সগে! সশষ ক’টা চেপ্টন তাপ্টক অপ্টনক কো কথা বপ্টেচছোম। সসগুপ্টোই এখ্ন মপ্টনর চভতর সশপ্টের মত চবাঁধপ্টছ। হাসপাতাপ্টে পপ্টে চছে অপ্টনক চেন। সেখ্প্টত চগপ্টয়চছোম সযচেন, সসচেন সেখ্া মাত্রই কান্না শুরু কপ্টরচছে। অপ্টনক সি​িা কপ্টর ওপ্টক হাচসপ্টয়চছোম। আমাপ্টের সপপ্টয় সযন পুপ্টরা সুস্থ হপ্টয় চগপ্টয়চছে। আবার আসপ্টবা বপ্টে চবোয় চনপ্টয়চছোম সসচেন। সক জানত, এটাই চছে তার সাপ্টথ আমার সশষ সেখ্া!


যাপ্টবা যাপ্টবা বপ্টে আর তাপ্টক সেখ্প্টত যাওয়া হে না। প্রযুচির এই সময়টাপ্টক আচম বড্ড অপছন্দ কচর! সকমন সযন পাথর বাচনপ্টয় সফেপ্টছ আমাপ্টেরপ্টক। চেন চেন সযন অনুভূচতহীন হপ্টয় যাচি! তা না হপ্টে সকান বযস্ততার অজুহাপ্টত তাপ্টক আমার সেখ্প্টত যাওয়া হে না? যখ্ন সথপ্টক তার ম ৃতু যর খ্বরটা কাপ্টন আপ্টস, চক সযন এক অদ্ভুত অসহায়ে এপ্টস ভর কপ্টর মপ্টনর উপর। মপ্টন হয় অসহ্য এক িাপা কপ্টি বুপ্টকর সভতরটা ভারী হপ্টয় উঠপ্টছ। এ ভার সযন সইপ্টত পারচছনা! এখ্ন মপ্টন হপ্টি, আপন জন বা স্বজন হারাপ্টে সকাঁপ্টে বুক ভাচসপ্টয় হাল্কা হওয়া যায়। চকন্তু বন্ধু হারাপ্টে? সছাট সবোয় আমার সবানপ্টক হাচরপ্টয়চছোম। অপ্টনক সকাঁপ্টেচছ। তার কবর পযেন্ত সযপ্টত পাচরচন। কারণ, কা​াঁেপ্টত কা​াঁেপ্টত চনথর হপ্টয় চগপ্টয়চছোম, নোর শচিটু কুও চছেনা। তবুও সযন কা​াঁেপ্টত সপপ্টর হাল্কা হপ্টয়চছোম। চকন্তু আজ যাপ্টক হাচরপ্টয়চছ সস আত্মীয় নয়, বন্ধু। তাপ্টক হাচরপ্টয় সকাঁপ্টে হাল্কা হপ্টত পারচছনা। এ সযন আরও কপ্টির! মপ্টন হপ্টি চনপ্টজপ্টের একটা অংশ নাই হপ্টয় সগে। বেই খ্াচে খ্াচে োপ্টগ।

স ৃচিকতোর কাপ্টছ আচম চকছু ই িাইপ্টত পাচরনা, শুধু েমা ছাো। সকন সযন মপ্টন হয়, এই ধরণীপ্টত আমার যত পাওয়া- না পাওয়া আপ্টছ সবই আমার কপ্টমের উপর চনভেরশীে। তাই তার কাপ্টছ চকছু ই িাওয়ার সাহস হয়না। েমাটাই শুধু িাইপ্টত পাচর। আজ উপর ঊয়াোর কাপ্টছ এই একটা চজচনসই িাইপ্টবা- “সহ সখ্াো, আমার বন্ধুচটপ্টক তু চম েমা কপ্টর োও, তার আত্মা সক শাচন্তপ্টত রাপ্টখ্া”।


চবজ্ঞানীপ্টের সপ্টে​েপ্টন বপ্টস োশেচনক চিন্তাভাবনা


by Nusrat Rahman on Thursday, September 6, 2012 at 4:11am · সাপ্টয়প্টের নাচক অদ্ভুত সসৌন্দযে আপ্টছ। আমার এক সহপাঠী চবজ্ঞাপ্টনর চনতয চনতয সসৌন্দযে আচবষ্কার কপ্টর গেগদ্ হপ্টয় আমাপ্টক বপ্টে। আচম মুখ্ বযাোন কপ্টর শুচন আর চনপ্টজর এক্সপ্টপচরপ্টমন্ট সক একশ' বার গাে সেই। সকন ঈস্ট ভদ্রপ্টোকগুচে হঠাৎ কপ্টরই কাজ করা বন্ধ কপ্টর সেয়, সকন সয তু ি সথপ্টক তু িতম পরীোগুচেও সমাধা করপ্টত গে​েঘমে হপ্টত হয়, সক সেপ্টব তার জবাব! কযাপ্টেন্ডাপ্টরর পাতায় তাচকপ্টয় হা চপপ্টতযস কচর, সক তু প্টে চে​ে চেনগুচেপ্টক সরপ্টসর সঘাোয়? সকন পা​াঁিটা কা​াঁপ্টির সবাতে আর ছ'টা সপচিচডশ এপ্টোপ্টমপ্টো কপ্টর চে​ে আমার চেনরাচত্রর সব চহসাব?

চপএইিচডর অন্য স্টু প্টডন্টপ্টের এসব বেপ্টে তারা মুখ্ চটপ্টপ হাপ্টস। সবাই নাচক অমন হতাশার মধয চেপ্টয় যায়। অন্যপ্টের তখ্ন চজজ্ঞাসা কচর, তখ্ন কী কর সতামরা? বপ্টে, 'কী আর করব? বাসায় সফান কপ্টর ঘযানঘযান কচর, বচে সব সছপ্টেছু প্টে যাব চগপ্টয়।' সকউ বপ্টে, সব বাে চেপ্টয় ঘুপ্টর আচস বা ইপ্টিমত চগচে। তারপর আবার সুস্থ হপ্টে চফপ্টর আচস। আচম ত এগুপ্টো কাপ্টজ োগাপ্টত পাচরনা। আচম সকবেই হপ্টন্য হপ্টয় খ্ুাঁপ্টজ চফচর পযাশন, পারপ্টপচিভ, চমশন, সগাে... বার বার চজজ্ঞাসা কচর, সকন করচছ? কী হপ্টব কপ্টর? এছাো আর চকছু চক পাওয়া সগে না করার?

আমার এক োশেচনক বন্ধু, যার জীবপ্টনর ে​েযই হপ্টি চবজ্ঞাপ্টনর মাপ্টঝ েশেন খ্ুাঁপ্টজ সবোপ্টনা - সস একচেন বে​ে, গুরুর কাপ্টছ েীো চনপ্টত সগপ্টে প্রথপ্টম তাপ্টক অপ্টনকগুপ্টো অথেহীন আিার পােপ্টনর মধয চেপ্টয় সযপ্টত হয়। জীবপ্টনর সসৌন্দযে এখ্াপ্টনই, আপাত অথেহীন কাপ্টজর মপ্টধযও সসৌন্দযে খ্ুাঁপ্টজ পাওয়া। তু চম গপ্টবষণার মাপ্টঝ এখ্ন আর মানবকেযাণ খ্ুাঁপ্টজ পাওনা, তু চম পুপ্টরা প্রচক্রয়াটার মাপ্টঝ সুন্দর খ্ুাঁজপ্টত থাক! মানুষ চফপ্টোসচফ চেপ্টয় চবজ্ঞানপ্টক উন্নত কপ্টর, তু চম না হয় চবজ্ঞাপ্টনর মাপ্টঝ চফপ্টোসচফ খ্ুাঁজপ্টে!

অপ্টধেক বুঝোম, অপ্টধেক বুঝোম না। কপ্টষ কতেণ কটু কাটবয করোম।

এর মাপ্টঝ জীবপ্টন প্রথমবার ভীনপ্টেপ্টশ একটা কনফাপ্টরপ্টে যাওয়ার সুপ্টযাগ হে। চভসা সজাগাে সথপ্টক শুরু কপ্টর স্বামীর কযাচন্ডপ্টডচস পরীো সহ সপাস্টার বানাপ্টনার চবচভন্ন হ্যাপা সামপ্টে সশষ পযেন্ত যখ্ন সেপ্টন িে​োম, পাপ্টশ বসা কচেগ কাম স্বামীপ্টক বে​োম, আল্লাহ সয আমাপ্টের কী


পচরমাণ সেস সহ্য করার েমতা চেপ্টয়প্টছন তা আজপ্টক বুঝোম। আর সকানচেন কাপ্টজর িাপ চনপ্টয় অনুপ্টযাগ করব না। এই কনফাপ্টরপ্টের জন্য সপাস্টার বানাপ্টত চগপ্টয় যখ্ন একটার পর একটা সপপার ঘা​াঁটচছ পাগপ্টের মত, হঠাৎ কপ্টরই সেখ্োম, আপ্টগ সাপ্টয়চন্টচফক সপপাপ্টরর প্রচত সযমন একটা পূজনীয় শ্রদ্ধা চছে, এখ্ন আর তা সনই। এখ্ন সকবে আমার েরকাচর তথযটা সকপ্টট সছাঁপ্টট চনপ্টয় বাচকটা সম্পপ্টকে চনরপ্টপে একটা মপ্টনাভাব সেচখ্প্টয় সরপ্টখ্ সেই। তখ্নই মপ্টন হে, মানুপ্টষর সাপ্টথ মানুপ্টষর সম্পকেটাও ত চঠক এমনটাই হওয়ার কথা। এক্সপ্টোর করব, এক্সপ্টোর করব... সযটু কু কাপ্টজ োপ্টগ চনব... তারপর বাচকটা চনপ্টয় ভাে না খ্ারাপ ওসব বাছচবিাপ্টরই যাব না। (হ্যা, সৎ কাপ্টজর উপপ্টেশ, অসৎ কাজ সথপ্টক চবরত থাকপ্টত বো এসব আপ্টছ... চকন্তু সস অন্য প্রসঙ্গ)

এত বে আর নামী োমী কনফাপ্টরপ্টে আপ্টগ যাইচন, তাই একটু ভপ্টয় ভপ্টয় চছোম। সপাশাক আশাক না জাচন সকমন পরপ্টত হয়.. সেখ্োম খ্ুব কযাজুয়াে কাপপ্টেও বে বে চবজ্ঞানীরা টক চেপ্টি। কী পরে এটা সকান বযাপারই না। ভাে োগে সেপ্টখ্। হ্যা, রুচিশীেতার ছাপ আপ্টছ সমাটামুচট সবার সপাশাপ্টক, চকন্তু সমচক ভাবটা সনই।

প্রচতটা টক সশপ্টষ প্রপ্টনাত্তর পপ্টবে অন্যান্য চবজ্ঞানী, বা ছাত্রছাত্রীরা প্রন কপ্টর। হয়ত চকছু অংশ বুঝপ্টত পাপ্টরচন, এভাপ্টব অনুপ্টরাধ কপ্টর, 'তু চম সবাধহয় আপ্টগই বপ্টেছ, আচম চমস কপ্টর সগচছ... তু চম চক এই অংশটা আবার একটু বেপ্টব?' সকউ বপ্টে না সয, 'সতামার কথার মাথামুন্ডু সবাঝা যাপ্টিনা' - সযমনচট আমরা নন-একাপ্টডচমক আপ্টোিনায় বচে। আবার চকছু প্রন হয় এমন, 'তু চম ত বেপ্টে এই এই কারপ্টণ এটা এটা হয়। অন্য সকান কারণ চক থাকপ্টত পাপ্টর? এই সযমন...' তখ্ন আবার সবাই চমপ্টে মাথা ঘামায়। উত্তরোতা হয় বপ্টে, হ্যা, সতামার কথায় যুচি আপ্টছ, আমাপ্টের এটা পরীো চনরীো কপ্টর সেখ্প্টত হপ্টব। অথবা বপ্টে, 'ভাে প্রন, আসপ্টে আমরা ইচতমপ্টধয পরীো কপ্টরচছ, পরীোয় সেপ্টখ্চছ সয এটা আসপ্টে হয় না।' পুপ্টরা বযাপারটার মপ্টধয এত চবনয়, অপ্টন্যর জ্ঞাপ্টনর প্রচত এত শ্রদ্ধা, চনপ্টজর জ্ঞাপ্টনর সীমাবদ্ধতার প্রচত এত সপ্টিতন... এত সয ভাে সেপ্টগপ্টছ, সকবেই মপ্টন হপ্টয়প্টছ, আহা! আমরা ইসোম সবাঝার সবোয় কপ্টব এমন কপ্টর কথা বেপ্টত পারব?

ভাের সাপ্টথ খ্ারাপও সয সনই তা চকন্তু নয়। সবচশর ভাগ চবজ্ঞানীই চনপ্টজর করা এক্সপ্টপচরপ্টমপ্টন্টর সরজাল্টপ্টক অপ্টন্যর সরজাপ্টল্টর সিপ্টয় সবচশ গুরূে সেয়। বয়স একটু সবচশ হপ্টে সস সবাধটা সগায়াতু েচমর পযোপ্টয় িপ্টে যায়। আপ্টরক চবজ্ঞানীর বহুকাে আপ্টগ ো​াঁে করাপ্টনা এক্সপ্টপচরপ্টমন্ট তার সিপ্টয় বয়প্টস অপ্টনক সছাট, অন্য এক চবজ্ঞানী চনপ্টজর নাপ্টম িাচেপ্টয় চেপ্টি। এখ্ন আর উচন সসই নতু ন চবজ্ঞানীর সকান ডাটা, সকান সপপার চবশ্বাস করপ্টত িান না।


সস যাই সহাক। কনফাপ্টরপ্টের োঞ্চ, চডনার এ সক সকাথায় বসপ্টছ সকান চবচধ চনপ্টষধ সনই। ইয়াব্বে আইনস্টাইন মাকো স্বপ্টের চবজ্ঞানীর সাপ্টথ কথা বেপ্টত িাইপ্টে টু ক কপ্টর সেটটা চনপ্টয় পাপ্টশ বপ্টস পেপ্টেই হে। এর পপ্টর আর মপ্টন হপ্টব না সয সস সকউপ্টকটা একজন। একেম কচেপ্টগর মত স্বাভাচবকভাপ্টব কথা বেপ্টব। সপাস্টার সসশপ্টনও তাই। আমার কাজ সপ্রপ্টজন্ট করা মাপ্টন আচম সবপ্টিপ্টয় ভাে জাচন। এ চবষপ্টয় কাপ্টরা সকান মতচবপ্টরাধ সনই। তু চম যত বাঘা চবজ্ঞানীই হওয়া সকন, আমার সপাস্টাপ্টরর সামপ্টন তু চম ছাত্র, আচম চশেক। সকউ বিার সযাগযতা চনপ্টয় প্রন তু েপ্টব না, বেপ্টব না, আমার েযাব সথপ্টক বছপ্টর পা​াঁিটা চপএইিচড সবর হয়, তু ই সকাথাকার িু প্টনাপুাঁচট সর! বেপ্টজার বেপ্টব, আপ্টরা সবচশ সমটাচরয়াে থাকপ্টে চজচনসটা আপ্টরা ভাে হত। আইচডয়া সশয়ার করপ্টব.. ভচবষযপ্টত কী কী করার েযান শুপ্টন চনপ্টজপ্টের সকান আইচডয়া থাকপ্টে বেপ্টব ইতযাচে ইতযাচে।

এই ত সগে চবজ্ঞানীপ্টের সামাচজক আিার আিরণ। চনপ্টজপ্টের েযাপ্টব আবার এপ্টককজন এপ্টকক রকপ্টমর। গ্র্যাড স্টু প্টডন্টরা এক হপ্টে সবপ্টিপ্টয় সবচশ কথা বপ্টে চনপ্টজপ্টের চরসািে চনপ্টয়, আর একটু আপন হপ্টে সুপারভাইজর চনপ্টয়। এই অসাধারণ সব গপ্টবষণার পুপ্টরাধাপ্টের মপ্টধয অপ্টনপ্টকই হয়ত বস চহপ্টসপ্টব জঘন্য, আবার হয়ত সয ভাে বস্, তার কাজ হয়ত এমন চকছু না। আবার সকউ হয়ত ভাে গপ্টবষক, ভাে সুপারভাইজর, চকন্তু পাচরবাচরক জীবপ্টন দুীঃখ্জনক রকপ্টমর এপ্টোপ্টমপ্টো। এসব সেচখ্ আর ভাচব, সোন চজচনসটা আস্ত মানুষটার প্রচত না সেচখ্প্টয় খ্ন্ড খ্ন্ড আিরপ্টণর প্রচত সেখ্াপ্টে ভাে। আচম সতামাপ্টক সতামার কাপ্টজর জন্য শ্রদ্ধা কচর, চকন্তু উন্নাচসকতার জন্য অপছন্দ কচর। সতামার সছাট মন সেখ্প্টে আমার গা জ্বপ্টে যায়, তাই বপ্টে সতামার চরসািে এর ডাটা গ্র্হণ করপ্টত আমার সকান আপচত্ত সনই।

সতমচন কপ্টর, অপ্টনক বে চবজ্ঞানীও যখ্ন একটা ডাটা সেচখ্প্টয় বেসর উপসংহার টানপ্টত িায়, সবাই চতযেক সিাপ্টখ্ তাকায়। তু চম বাপু যত বে চবজ্ঞানীই হওনা সকন, কথায় যুচি না থাকপ্টে আচম সতামাপ্টক ধুই না। এ সথপ্টক চব হয়, চব সথপ্টক চসপ্টত না চগপ্টয় সসাজা চড সত িপ্টে সগপ্টে - এটা চক মপ্টগর মুল্লক ু নাচক? আচম সেচখ্ আর ভাচব, হায়! ইসোচমক স্কোরপ্টের (চবপ্টশষ কপ্টর নথে আপ্টমচরকান সিাস্ত ইংপ্টরচজ বো স্কোরপ্টের) প্রচত এই ে ৃচিভচঙ্গটা আমাপ্টের থাকপ্টে কতই না ভাে হত! মাচন, উনারা যা বপ্টেন, সবই অপ্টনক সবচশ তথযচনভের। চকন্তু উনাপ্টেরও ত কখ্নও সখ্নও সবাঝায় ভু ে হপ্টত পাপ্টর! আমাপ্টের সিপ্টয় অপ্টনক কম ভু ে হপ্টব উনাপ্টের, এটাই স্বাভাচবক। চকন্তু সটক্সট এর পাশাপাচশ তাপ্টের চনজস্ব ইন্টারচপ্রপ্টটশন ও যখ্ন মানুষ সিাখ্ বন্ধ কপ্টর চনপ্টত িায়, তখ্ন মন মাপ্টন না।


সয সকান বিবয সশানার পর চনপ্টজর সবাধ বুচদ্ধ, পচরচস্থচত অনুসাপ্টর যািাই বাছাই করা, একই সাপ্টথ, আচম সযটা বুচঝ, সসটাই সবসময় চঠক নাও হপ্টত পাপ্টর, অন্যরাও চঠক হপ্টত পাপ্টর - এই উোরতাটা থাকা - এই সয পারপচরক সোন ও আত্মসমাপ্টোিনার একটা সুন্দর পচরপ্টবশ সসটাই চশপ্টখ্ আসোম 'ribosome synthesis' নামক খ্প্টটামপ্টটা কনফাপ্টরে সথপ্টক। এখ্ন একটু আধটু বুঝপ্টত পারচছ, সাপ্টয়ে এ েশেন এর প্রযাচিসগুচে বহুকাে ধপ্টর হপ্টি, তাই জীবপ্টনর অন্যান্য সেপ্টত্রও চকছু েরকার পেপ্টে সাপ্টয়ে সথপ্টক ধার কপ্টর সনয়া সযপ্টত পাপ্টর। এ বযাপারটা আমার অপ্টনক আপ্টগ আমার সসই বন্ধু ধরপ্টত সপপ্টরচছে বপ্টেই চবজ্ঞাপ্টনর প্রচত তার এত সমাহ।


দুিু চমর এই শাচস্ত! চশবেী সমহেী

বাবার সপ্টঙ্গ চশশু তাচনয়া আিার জীবপ্টনর প্রথম পরীোপ্টতই অংশ চনপ্টত পারে না চশশুচট। চশেপ্টকর সবত্রাঘাপ্টত রিাি হপ্টয় হাসপাতাপ্টে ভচতে হপ্টত হপ্টো তাপ্টক। মাথায় কপ্টয়কচট সসোই সেপ্টগপ্টছ। অমানচবক চনযোতপ্টনর চশকার এ চশশুচটর নাম তাচনয়া আিার (৬)। সস কুচেগ্র্াম সের উপপ্টজোর সভাগডাঙ্গা ইউচনয়প্টনর বাসুরচভটা গ্র্াপ্টমর েচরদ্র কৃষক আবু তাপ্টেপ্টবর সমপ্টয়। গত বুধবার উপপ্টজোর বাসুরচভটা সরচজস্টাডে সবসরকাচর প্রাথচমক চবেযােপ্টয় এ ঘটনা ঘপ্টটপ্টছ। সমপ্টয়চটর পচরবার ও এোকাবাসী জানায়, সের উপপ্টজোর সভাগডাঙ্গা ইউচনয়প্টনর বাসুরচভটা গ্র্াপ্টমর বাসুরচভটা সরচজস্টাডে সবসরকাচর প্রাথচমক চবেযােপ্টয়র প্রথম সশ্রণীর ছাত্রী তাচনয়া আিার। বুধবার প্রথম সামচয়ক পরীো সেওয়ার জন্য সস চবেযােপ্টয় যায়। পরীো শুরুর আপ্টগ সশ্রণীকপ্টে বপ্টস চশশুরা চিৎকার-প্টিাঁিাপ্টমচি আর দুিু চম করচছে। এপ্টত চেপ্ত হপ্টয় চশেক তাজুে


ইসোম সবত চেপ্টয় প্রিণ্ডভাপ্টব তাচনয়ার মাথায় আঘাত কপ্টরন। এপ্টত তার মাথা সকপ্টট যায় এবং প্রিু র রিেরণ হয়। এ ে ৃশয সেপ্টখ্ অন্য চশশুরা ভপ্টয় কান্নাকাচট শুরু করপ্টে তা শুপ্টন আশপাপ্টশর সোকজন ছু প্টট আপ্টসন এবং তাচনয়াপ্টক সের হাসপাতাপ্টে চনপ্টয় যান। প্রাথচমক চিচকৎসা সশপ্টষ অবস্থা সংকটাপন্ন সেপ্টখ্ সের হাসপাতাপ্টের চিচকৎসপ্টকরা ওই চেনই তাচনয়াপ্টক রংপুপ্টর স্থানান্তপ্টরর পরামশে সেন। চকন্তু অথোভাপ্টব সমপ্টয়প্টক রংপুপ্টর চনপ্টয় সযপ্টত পাপ্টরনচন আবু তাপ্টেব। এরপর গতকাে শচনবার কুচেগ্র্াম সের উপপ্টজো চনবোহী কমেকতো (ইউএনও) কাজী আপ্টবে সহাপ্টসন আবু তাপ্টেবপ্টক পা​াঁি হাজার টাকা সাহাযয কপ্টরন। সসই টাকায় গতকাে তাচনয়াপ্টক রংপুর সমচডপ্টকে কপ্টেজ হাসপাতাপ্টে পাঠাপ্টনা হয়। কুচেগ্র্াম সের হাসপাতাপ্টের একজন চিচকৎসক জানান, তাচনয়ার অবস্থা খ্ুবই খ্ারাপ। মাথার েত অপ্টনক বে এবং প্রিু র রিেরণ হওয়ায় সস ঝু াঁচকপ্টত আপ্টছ। তাপ্টক বা​াঁিাপ্টত হপ্টে দ্রুত ঢাকায় চনপ্টয় উন্নত চিচকৎসা করাপ্টত হপ্টব। সের হাসপাতাপ্টের আবাচসক চিচকৎসা কমেকতো নজরুে ইসোম বপ্টেন, চশশুচটর অবস্থা ভাপ্টো না। তাই তাপ্টক রংপুপ্টর পাঠাপ্টনা হপ্টয়প্টছ। তাচনয়ার বাবা আবু তাপ্টেব ও িািা চরয়াজুে ইসোম অচভপ্টযাগ কপ্টরন, চবেযােয়চটর প্রধান চশেক সগাোপ উচিন প্রভাবশােী সনতা হওয়ায় স্কুপ্টে চনয়চমত আপ্টসন না। তাই ন্যাশনাে সাচভেপ্টসর চশেপ্টকরা ক্লাস সনন। তা​াঁরা চনয়চমত চশশুপ্টের সবত্রাঘাত কপ্টরন। জানপ্টত িাইপ্টে প্রধান চশেক সগাোপ উচিন বপ্টেন, ‘চবষয়চট খ্ুব দুীঃখ্জনক। তাজুে ইসোম চবেযােপ্টয়র চনয়চমত চশেক না। ন্যাশনাে সাচভেস সথপ্টক তা​াঁপ্টক এ চবেযােপ্টয় সপ্রষপ্টণ সেওয়া হপ্টয়প্টছ। ইউএনওপ্টক জাচনপ্টয় তা​াঁর চবরুপ্টদ্ধ বযবস্থা সনওয়া হপ্টব।’ ইউএনও কাজী আপ্টবে সহাপ্টসন এ ঘটনায় দুীঃখ্ প্রকাশ কপ্টর বপ্টেন, ‘একজন চশেপ্টকর আিরণ এ রকম হপ্টত পাপ্টর না। এ বযাপাপ্টর প্রপ্টয়াজনীয় বযবস্থা চনপ্টত চশো কমেকতোপ্টক চনপ্টে​েশ সেওয়া হপ্টয়প্টছ।’ মুপ্টঠাপ্টফান বন্ধ থাকায় চশেক তাজুে ইসোপ্টমর বিবয পাওয়া যায়চন।

সসাসে: http://www.prothom-alo.com/detail/date/2012-04-22/news/252158


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.