চীনের জ্যোতির্বিজ্ঞানীরা সম্প্রতি একটি নতুন গ্রহাণু আবিষ্কার করেছেন। ডিএম-৪ নামের বিপদজনক নতুন এই গ্রহটি আবিষ্কার করেছে পারপেল মাউন্টেন অবর্জাভেশন (পিএমও) নামের চায়নার একটি গবেষণা সংস্থা। চীনা গণমাধ্যম জিনহুয়া ডট নেটের একটি প্রতিবেদনে এমনটিই জানা গেছে।