চীনের উহানে প্রথম শনাক্ত হওয়ার মাত্র তিন মাসের মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। সংক্রামক ভাইরাসটি এরইমধ্যে তিন হাজার একশ ২৫ জনের মৃত্যু ঘটিয়েছে। আর আক্রান্ত হয়েছেন ২০ হাজারেরও বেশি মানুষ। এমন পরিস্থিতিতে নোংরা ব্যাংক নোট থেকে করোনা প্রাদুর্ভাব ছড়াতে পারে বলে সতর্কবার্তা পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।