ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে জেলাবাসীর পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। জননেতা উবায়দুল মোকতাদির চৌধুরি নাগরিক সংবর্ধনা কমিটির আহবায়ক প্রফেসর মুখলেছুর রহমান খানের সভাপতিত্বে অনু্ষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সংবর্ধনা কমিটির সদস্য সচিব ওসমান গণি সজিব।