History of Bangladeshi Immigration in the UK
বিলাতে বাংলাদেশ ভারত উপমহাদেশের ছোট্ট একখণ্ড ভূমি পদ্মা ব্রহ্মপুত্র নদ নদীর সমন্বয়ে গড়ে উঠা একটা ব দ্বীপ ''বাংলা'' তার নাম - ২৫০টির ও অধিক নদী এবং ১ হাজারের ও বেশি মোহনা নিয়ে এই বাংলা - সারা দুনিয়ার মধ্যে সবচে' বড়এই ব দ্বীপ । এই ভূমিতেই বসবাস করে পৃথিবীর তৃতীয় বৃহত্তম জাতিগত জনগোষ্ঠী বাঙ্গালি জনগোষ্ঠী । হান জাতিগোষ্ঠী (চাইনিজ ) এবং আরব জাতিগোষ্ঠীর পর পৃথিবীর কোথাও এত বড় এথনিক গ্রুপ আর নাই । বাংলার জনগণ আর ব্রিটিশদের সম্পর্ক সেই ষোড়শ শ শতাব্দী থেকে - ভারতীয় ব্রিটিশ কলোনির গোড়াপত্তন ঐতিহাসিক ভাবে হয়েছিল বাংলা থেকে সেই ১৭৫৭ সালের বর্ষাকালে পলাশীর আম্র কাননে । তারও ১ শ থেকে দেড় শ বছর আগে ব্রিটিশ বনিক রা মসলিন - পাঁট - মসল্লা - ধনিয়া - ডাল - চাল - আপিম- নীল - গাঁজা - খদ্দর কাপড় এর রফতানি কাজে লিপ্ত ছিল বাংলায় ।