পলিসি আড্ডা ব্লগটি শুরু হয় ২০১৪ সালের মাঝামাঝি সময়ে। এখানে যাঁদের লেখা, ছবি, কার্টুন ইত্যাদি প্রকাশ করা হয়েছে তাঁরা বিভিন্ন পেশার, বিভিন্ন বয়সের মানুষ। কেউ সাংবাদিক, কেউ শিক্ষক, কেউ বা ছাত্র, কেউ সমাজকর্মী। ব্লগটির পরিচয়পত্রে যেমনটা আমরা বলেছি, পলিসি-আড্ডা সহজ কথনে, আড্ডার ভঙ্গিতে দেশের নানাবিধ বিষয়ে কথা বলার, মতামত দেওয়ার মঞ্চ। আবার সবসময়ই যে তা নীতিমালা সংক্রান্ত বিষয়ে হতে হবে ব্যাপারটা তা-ও নয়। আমাদের আগ্রহের অন্য নানা বিষয়েই আমরা এখানে লিখতে পারি। তবে সাইটের নামটিতেই ভাবটি পরিষ্কার হওয়াতে আমাদের লেখকরা রাষ্ট্রীয় নীতিমালা বা উন্নয়ন সংক্রান্ত নানান ছোট-বড় বিষয় নিয়ে লেখাতেই মনোযোগ দিয়েছেন। আমরা কৃতজ্ঞ যে তাঁরা পলিসি-আড্ডাকে লেখার ময়দান হিসাবে বেছে নিয়েছেন। তাঁদের অবদানেই পলিসি-আড্ডাতে গত বছর ৫৩টি ব্লগপোস্ট ও চারটি ছবি ব্লগ দেওয়া গেছে। আমরা লেখাগুলো নিয়ে পলিসি আড্ডা পরিক্রমা ২০১৪ নামে ই-বইটি প্রকাশ করছি।