দেহতত্ত্ব ঞ্জান-বিঞ্জানে সত্য সনাতন ধর্ম্মঃ স্থাপনম্
(পরম্বৈষ্ণব সদ্গুরু মহাৠষি মালোবাবা[তাপস])
‼ যদা যদাহি ধর্ম্মস্য গ্লানি ভবতি ভারত।
অভ্যূত্থান্মাধর্ম্মস্য তদাত্ম্যানং সৃজাম্যহম্।।
পরিত্রানায় সাধুনাং বিনাশায় চ্ দুষ্কৃতাম্।
ধর্ম্মসংস্থাপনার্থয় সম্ভাবামি যুগে যুগে।। ‼
--- শ্রীমদ্ভগবদ্গীতা দেহতত্ত্ব যোগ।_
ভারতীয় দর্শণ শ্বাস্ত্রেঃ এই প্রথম বার বৈবসৎ কাল হইতে স্বাবর্ণী হইবার জন্য পরম্বৈষ্ণব সদ্গুরু মহাৠষি মালোবাবা দ্বারা প্ররচিত সনাতন শ্বাশত ঞ্জান-বিঞ্জান মনুষ্যধর্ম্ম জাগরণের জন্য, পরম্ব্রহ্মঃ মালোবাবা’র দেহতত্ত্ব ঞ্জান-বিঞ্জান সকল ধর্ম্ম শ্বাস্ত্রঃ পরিপূর্ণ করে মানবতাকে জাগরণ করে দেহ প্রকৃতির ও সমাজ সংস্কৃতির নতুন আধ্যাত্মিক আলোর দিশা দেখায়। সকল মানব জাতীর জন্য সনাতন ঞ্জান-বিঞ্জানকে পূর্ন করার প্রেরণাযোগায়। মালোবাবার সকল মন্ত্রঃ ও দেহতত্ত্ব ঞ্জান-বিঞ্জান বর্তমান সমাজের জন্য একান্ত ভাবে সংপ্রচার কারার জন্য এই ভক্তি যোগ “শ্রীমদ্ভভগবদ্গীতা ‘দেহতত্ত্ব! যোগ’পুস্তকটি প্রকাশিত হইল সকল ঈশ্বর সন্তানদের তথা মনুষ্যপুত্রের ক্ষমতা বৃদ্ধি করিবার জন্য।
শাশ্বত সত্য এবং পরমেশ্বর ভগাবণের ধ্যান-ধারণের জন্য