ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন চট্টগ্রামে আবৃত্তি শিল্পের একটি পথিকৃৎ সংগঠন। ক্বণন প্রায় তিন দশক ধরে আবৃত্তি শিল্পের প্রসারে শ্রমনিষ্ঠ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলা ভাষার শুদ্ধতম উচ্চারণকে নিশ্চিত করার লক্ষ্যে নিরলস প্রয়াস অব্যাহত রেখেছে এই আবৃত্তি সংগঠন। এই ২৯ বছরে ৬৩ টি কর্মশালার মাধ্যমে ক্বণন তিন সহস্রাধিক শিক্ষার্থীকে শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি প্রশিক্ষণ প্রদান করেছে। আবৃত্তি শিক্ষার্থীদের তাত্ত্বিক ও প্রায়োগিক শিক্ষা প্রাপ্তির সুবিধার্থে ক্বণন নিয়মিতভাবে আবৃত্তি বিষয়ক পত্রিকা প্রকাশ করে যাচ্ছে।
আবৃত্তি শিল্পের বিকাশে, জনগ্রাহ্যতা সৃষ্টিতে এবং এই শিল্পের মর্যাদা অক্ষুণœ রাখতে উজান স্রোতেও আমাদের অবিচল যাত্রা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ আমরা আয়োজন করেছি আবৃত্তি ও সংবাদপাঠ বিষয়ক ৬২ ও ৬৩তম কর্মশালার সনদ বিতরণ, ৬৪তম কর্মশালার উদ্বোধন এবং আবৃত্তি অনুষ্ঠানের। আমাদের সাংস্কৃতিক অগ্রযাত্রার দীর্ঘ পরিক্রমায় যাদের আমরা পেয়েছি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। নির্ভেজাল আবৃত্তিচর্চার মধ্য দিয়ে শুদ্ধতার চাষাবাদে আপনাদের নিঃস্বার্থ সমর্থন আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবেÑ এই প্রত্যাশা ও প্রত্যয়