ঈদ আয়োজন মিডিয়াতে নতুন কিছু নয়। কিন্তু অনলাইনের জন্য আলাদা করে আয়োজন কিছুটা জটিল। কঠিনও বটে। ‘ঈদসংখ্যা’ শব্দটির মধ্যে ছাপাখানায় ছাপা হয়ে আসা কপিটির উপ প্রকট। ফলে অনলাইনের ঈদসংখ্যা বললে চোখ-ভুরু কুঁচকে তাকান অনেকেই। প্রশ্ন করেন- এটা আবার কী? আমরা বলি- কী আবার? ঈদসংখ্যা। একই রঙ, একই ঢঙ। একই বাহারি উপস্থাপনা। একই পরিবেশনাও। তবে মাধ্যমটাই শুধু ভিন্ন। ওটা ছাপাখানার ঝক্কি পার করে তবেই বের হয়। এটা অনলাইনেই প্রকাশিত হয়। তবে পৃষ্ঠা উল্টে উল্টে পড়ার সবটুকু আনন্দ এতেও বর্তমান।
পড়েই দেখুন সারাবাংলার- eদ সংখ্যা।
বিষয়বৈচিত্র আপনাকে সন্তুষ্টি দেবে নিশ্চয়। তাতে আপনার ঈদের দিনগুলোর পাঠ আনন্দময় হবে।
প্রিয় পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভে”ছা।
ঈদ মুবারক।