অাগামী ২৯ মে ২০১৭ শ্রীশ্রীমায়ের শুভ পদার্পণ–তিথি উপলক্ষ্যে উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিতব্য কয়েকটি পুস্তক
শ্রীরামকৃষ্ণ-ভাবপ্রভা লেখক ঃ
(প্রথম খণ্ড)
স্বামী ভূতেশানন্দ
রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের দ্বাদশ সংঘাধ্যক্ষ পরম পূ জ্যপাদ শ্রীমৎ স্বামী ভূ তেশানন্দজী মহারাজের জীবন ছিল শ্রীরামকৃষ্ণময়। গ্রন্থটি শ্রীরামকৃষ্ণ-ভাবে ভাবিত ও যাপিত মহারাজের জীবন�োপলব্ধির এক নির্মন্থন-স্বরূপ। গ্রন্থটিতে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত পূ জনীয় মহারাজের ম�োট ষাটটি প্রবন্ধ ও বক্তৃ তা সঙ্কলিত হয়েছে।
পৃষ্ঠা সংখ্যা ঃ ৫২৮ । মূল্য ঃ ২০০.০০
পুরাণের গল্পগাথা লেখিকা ঃ
ভগিনী নিবেদিতা
পুরাণের গল্পগাথা স্বামীজীর মানসকন্যা ভগিনী নিবেদিতা লিখিত ‘Cradle Tales of Hinduism’ বইয়ের বঙ্গানুবাদ। পুরাণের গল্প বিশেষ করে রামায়ণ মহাভারতের গল্পগুলি আজও ভারতের গ্রামে গ্রামে আবালবৃদ্ধবনিতা আসর জমিয়ে শ্রবণ করে। প্রাচীন ভারতে এইসব গল্প মায়েরা তাদের সন্তানদের দোল দিতে দিতে শ্রবণ করাত। নিবেদিতা এইসব গল্প শ্রীরামকৃষ্ণের একান্ত অনু রাগিণী ভক্ত ‘যোগীন-মা’-এর কাছে শুনতেন আবার নিজেও কিছু কিছু পড়তেন। পরবর্তিকালে এই গল্পগুলিই নিবেদিতা পুস্তকাকারে লিপিবদ্ধ করে প্রকাশ করেন, বিশেষ করে তাঁর স্বদেশবাসীদের জন্য।
পৃষ্ঠা সংখ্যা ঃ ২৯৬ । মূল্য ঃ ৬৫.০০
দৈনন্দিন জীবনে সু খ ও শান্তি লেখক ঃ
স্বামী নিখিলেশ্বরানন্দ
‘দৈনন্দিন জীবনে সু খ ও শান্তি’ পুস্তিকাটি চেন্নাই শ্রীরামকৃষ্ণ মঠ থেকে প্রকাশিত ‘Happiness and Peace in Everyday Life’ পুিস্তকার বাংলা অনু বাদ। আজকের জড়বাদী জগতে মানু ষকে আপাত সু খী মনে হলেও প্রকৃতপক্ষে সে অসু খী। একটি পাঁচ বছরের শিশু থেকে আরম্ভ করে একজন বয়স্ক মানু ষ পর্যন্ত সবাই অস্থিরচিত্ত, মানসিক চাপগ্রস্ত। স্বামী নিখিলেশ্বরানন্দ তাঁর অগাধ অভিজ্ঞতা দিয়ে, আমাদের বাস্তব এবং দৈনন্দিন জীবনের অসংখ্য উদাহরণের মাধ্যমে কীভাবে মানসিক সু খ ও শান্তি লাভ করা যায়, সে-ব্যাপারে আল�োকপাত করেছেন এই পুস্তিকাটিতে।
পৃষ্ঠা সংখ্যা ঃ ৮৮ । মূল্য ঃ ১৫.০০
ব�োধসারঃ লেখক ঃ
নরহরি
দক্ষিণ-ভারতীয় ব্রাহ্মণ নরহরি বিরচিত ‘বোধসার’ একটি বিচারমূ লক সংস্কৃ ত-গ্রন্থ। নরহরি ত্রয়োদশ শতাব্দীর (বাং) কোনো এক সময়ে বারাণসীতে জন্মেছিলেন। দক্ষিণেশ্বর-নিবাসী বিশিষ্ট পণ্ডিত শ্রীদু র্গাচরণ চট্টোপাধ্যায় মহাশয় এই গ্রন্থটির অনু বাদ ও ব্যাখ্যা করে ১৩৩৬ সালে প্রকাশ করেছিলেন। বর্তমানে গ্রন্থটি উদ্বোধন কার্যালয় থেকে পুনরায় প্রকাশ করা হল�ো।
পৃষ্ঠা সংখ্যা ঃ ৭৩২ । মূল্য ঃ ৩০০.০০
ভারতাত্মা গঙ্গা লেখক ঃ
চঞ্চলকুমার ঘ�োষ
শ্রীরামকৃষ্ণ বলতেন, ‘যদি কেউ গঙ্গার কাছে গিয়ে গঙ্গাজল স্পর্শ করে, সে বলে—গঙ্গাদর্শন স্পর্শ করে এলু ম। সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত, হাত দিয়ে ছু ঁতে হয় না।’ এই গ্রন্থের মাধ্যমে আমরা শুধু গঙ্গাকে স্পর্শ করছি না, গ�োমুখ থেকে পরিক্রমা করছি গঙ্গাসাগর পর্যন্ত। লেখক চঞ্চলকুমার ঘ�োষ বহু পরিশ্রমে, নিজের আগ্রহে গঙ্গার সমস্ত যাত্রাপথের বিবরণ সংগ্রহ করে চিত্রসহ এই পুস্তকে বর্ণনা করেছেন। আশা করি এই গ্রন্থের মাধ্যমে ভক্ত ও সাধারণ মানু ষ গঙ্গার প্রতি আরও শ্রদ্ধাশীল হবেন।
পৃষ্ঠা সংখ্যা ঃ ১৫৮ । মূল্য ঃ ৩০০.০০
মানব জীবনের সার্থকতা লেখক ঃ
শ্রী অক্ষয়কুমার বন্দ্যোপাধ্যায়
‘মানব জীবনের সার্থকতা’ শ্রী অক্ষয়কুমার বন্দ্যোপাধ্যায় রচিত কয়েকটি প্রবন্ধের একটি সঙ্কলন গ্রন্থ। প্রবন্ধগুলিতে শ্রী বন্দ্যোপাধ্যায় মূলতঃ গীতা, শ্রীকৃষ্ণ, অবতার তত্ত্ব, মহীয়সী নারী, মানবজীবন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেছেন। প্রবন্ধগুলি ভাবগম্ভীর ভাষায় লিখিত এবং উচ্চতত্ত্ব– পরিপূর্ণ। প্রবন্ধগুলিতে শ্রী বন্দ্যোপাধ্যায় বেদান্তশাস্ত্র সম্পর্কে তাঁহার গভীর জ্ঞানের পরিচয় দিয়েছেন। গ্রন্থটিতে মোট সতের�োটি প্রবন্ধ আছে।
পৃষ্ঠা সংখ্যা ঃ ৩৮৪ । মূল্য ঃ ৮০.০০