ময়দান

Page 22

২১

ময়দান

প্রথম বর্ষ। সপ্তম সংখ্যা । জানু য়ারি ২০২১

ফাইটার বিশাল দাস

“ ছ�োনে, এই ছ�োনে কই তুই ”। জানলা খুলেই তিনি দেখতে পেলেন, তাঁর কাকা দাঁড়িয়ে আছেন, তাকে ডাকছেন। কাকাকে দেখেই ভয়ে মুখ চ�োখ শুকিয়ে গেল�ো ওনার, তাহলে কি গতকালের ম্যাচের কথাটা কাকার কানে প�ৌছে গেল�ো। “ তারাতাড়ি তৈরি হয়ে নে, দেশবন্ধু মাঠে প্রাকটিস করাব�ো।” কাকাকে দেখেই বুঝে গেছিলেন তিনি, যে সেদিন কপালে দুঃখ আছে। অগত্যা তৈরি হয়ে পৌঁছ�োলেন মাঠে। তাঁর কাকা তাঁকে একটা গ�োলপ�োস্টের সামনে নিয়ে গেলেন। তারপর তাঁকে স্কিপিংয়ের দড়ি দিয়ে একটা প�োস্টের সঙ্গে পিছম�োড়া করে বাঁধলেন। এদিকে তাঁর মাথায় ত�ো কিছু ই ঢুকছে না, কি জানি কাকা হয়ত�ো ক�োন নতুন হার্ড ট্রেনিং করাবেন। সম্বিত ফিরল�ো কাকাকে স্পাইক বুট পরতে দেখে, উনি ত�ো কখনও প্রাকটিস করান�োর সময়

স্পাইক বুট পরেন না। সবসময় কেডসই পরেন। তাহলে কী? হঠাৎ করেই বেজে উঠল�ো কাকার মুখের হুইসিল বাঁশি, আর কিছু ভাবার আগেই পিছম�োড়া অবস্থায় থাকা ভাইপ�োর পায়ের সিনব�োনে পরতে লাগল�ো কাকার স্পাইক বুটের লাথি। প্রায় মিনিট দশেক চলল�ো এই লাথান�ো, তারপর আরেকটি বাঁশি বাজান�োর সাথে সাথে থামল�ো এই লাথি মারা। যেমন খেলার হাফটাইমে বাঁশি বাজে। গম্ভীর কন্ঠে কাকা ভাইপ�োকে বললেন “ আজ হাফ টাইম অবধি হল, এরপর যদি শুনি আমার ভাইপ�ো হয়ে তুই গ�োড়াদের দলের বিরুদ্ধে খালিপায়ে পা বাঁচান�োর জন্য খেলেছিস, তাহলে এরপর কিন্তু ফুল টাইম অবধি হবে। এটা মাথায় থাকে যেন।” আশা করি এইটুকুতেই চিনতে পেরেছেন কলকাতা ময়দানের দুই প্রবাদপ্রতিম চরিত্রদের।


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.