আবদুল মান্নান সৈয়দ- একজন সব্যসাচী লেখকের নাম। তাঁর প্রতিভাকে একটি মাত্র বিশেষণে সনাক্ত করা যাবে না। কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, গবেষণা, সম্পাদনা ইত্যাদি ক্ষেত্রে বহুমাত্রিক সব্যসাচিতা আবদুল মান্নান সৈয়দকে তুঙ্গস্পর্শী খ্যাতি এনে দিয়েছে। তাঁর সাহিত্যিক মূল্যায়ন করার ধৃষ্টতা প্রদর্শন একজন আবৃত্তি শিল্পীর পক্ষে সম্ভব নয়। তবুও বলবো নজরুল, জীবনানন্দ, ফররুখের সাহিত্য কর্মের অনাবিষ্কৃত রসকে একজন গবেষকের প্রজ্ঞা ও নিষ্ঠা দিয়ে গুপ্তধনের সন্ধান লাভের আমাদেরকে উপহার দিয়েছেন বারবার। তাঁকে সাহিত্যের একজন শুদ্ধতম সাধক আখ্যা দিলে অত্যুক্তি হবে না বলে আমার বিশ্বাস। আবদুল মান্নান সৈয়দের সাহিত্য সাধনার সবচেয়ে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় দিক হচ্ছে তাঁর ঐতিহ্যপ্রিয়তা। যেসব লেখক এবং যাঁদের সাহিত্য কর্মকে একশ্রেণীর সাহিত্যজীবী মুদ্রণ বা চর্চার আওতামুক্ত রেখেছে তাঁদেরকেই মান্নান সৈয়দ তাঁর গবেষণালব্ধ সাহিত্যিক পান্ডিত্যের মাধ্যমে নতুন সাজে নতুন স্বাদে অপরিহার্য পাঠযোগ্যতা দিয়েছিলেন। আপাদমস্তক আধুনিক লেখক আবদুল মান্নান সৈয়দ চলে গেছেন না-ফেরার দেশে। রেখে গেছেন অনেক সাহিত্যকীর্তি। সাহিত্যের এই নিবেদিত ও নিঃস্বার্থ সাধক