When life Hurts (Bengali)

Page 1

পৃষ্ঠা-১ জীবন যখন যন্তর ্ না দেয় জীবন আশ্চর্য্যে ভরা, এবং অনেক সময় সেই আশ্চর্য্য বিষয় গুলি হতে পারে আনন্দের, মজায় ভরা। কিন্তু সেখানে অন্য সময়ে জীবনের এই আশ্চর্য্য বিষয় গুলি নিয়ে আসতে পারে ভয় ও চিন্তা কারণ ইহা আমাদের ভালোবাসা লোকেদের ও আমাদের পরিবারের উপর ব্যক্তিগত বা স্বাস্থ্যগত ভাবে প্রভাব ফেলতে পারে। ডাক্তার দেখানো, শল্য চিকি�সা, ঔষধ-পত্র এবং থেরাপি এগুলি এমন কিছু বিষয় যা আমাদেরকে ভয়ের জগতে নিয়ে যায় যা আমাদের কাছে অপ্রতিরোধ্য হয়ে ওঠে। এই সমস্ত আশ্চর্য্য বিষয় গুলি আমাদের জীবনকে ওলট-পালট করে দেয়। এই সমস্ত সময়ে যখন জীবন যন্ত্রণা দেয়। এই বেদনা ও ভয়ের সময়ে, ছেড়ে দেওয়া বা হেরে যাওয়া সহজ। যে এই কষ্টের সময়ে সবাই ভুলে গেছে ইহাও বোঝা সহজ হয়। কিন্তু উভয় ক্ষেত্রেই, নিজেকে শক্ত রাখা বুদ্ধিমানের কাজ হবে। যদিও আমরা একাকীত্ব অনুভব করি তবুও আমাদেরকে কেউ ভুলে গেছে তা যেন না ভাবি। আমাদের প্রতিদিনের মান্নার এই বিশেষ সংখ্যায়, আমরা আপনাদের জীবনের সাথে যুক্ত এবং শারীরিক কষ্ট ও সেই সমস্ত যন্ত্রনা যা আমাদের কে আশ্চর্য্য করে তোলে, সেই বিষয়গুলির মধ্য দিয়ে যেতে চাই। প্রতিদিনের অধ্যয়নে এবং যখন জীবন যন্ত্রনা দেয় তার প্রতি ঈশ্বরের দৃষট ্ িভঙ্গির বিষয়ে ধ্যানেতে আমরা আপনাকে আহ্বান জানাই। Bill Crowder- Vice President of Teaching Content

পৃষঠ ্ া-২ তাঁর আশ্বস্ত উপস্থিতি পাঠঃ যাত্রাপুসত ্ ক- ৩৩:১২-১৭ আমার শ্রীমুখ তোমার সাথে গমন করিবেন, এবং আমি তোমাকে বিশ্রাম দিব। হাসপাতালে কাটানো আমার প্রথম দিনটি কখনো ভুলবো না। আমার ৭ বছর বয়সে নিতম্বে টিউবারকিউলোসিস হয়েছিল। এর আগে কখনো এক রাত্রি বাড়ির বাইরে কাটাই নি, এবং হসপিটালে ভর্তি হওয়ার দৃশ্য আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। যখন আমার পরিস্থিতি আরও খারাপ হতে থাকলো, ডাক্তারেরা সিন্ধান্ত নিলেন যে


প্রক্রিয়া করবেন যার জন্য আমাকে অচেতন করার প্রয়োজন ছিল। ডাঃ জন হোডগেন আমার জন্য এটিকে সহজ করে দিয়েছিলেন, যা ছিল, আমার বাবাকে ঐ পরিচলন কক্ষে আমার সাথে থাকার অনুমতি দিয়েছিলেন। আমাকে অবচেতন করার আগে, আমি ডাক্তারকে বলেছিলাম, “আমি কি বাবা কে আর একবারের জন্য দেখতে পারি?” আমার বাবা আমার হাতটি ধরে বলেছিলেন, “হেনরি তুমি খুব ভালো। সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তিনি বার দীর্ঘ নিঃশ্বাস নাও, দেখবে তুমি ঘুমিয়ে পড়বে। আমি সব সময়ে তোমার পাশে থাকবো।” তিনি যা বলেছিলেন আমি তাই করেছিলে ও অপারেশনের পর সফলভাবে বেরিয়ে এসেছিলাম। আমার বাবা সব সময়ে আমার বিছানার পাশে আছে সেই আশ্বাসে আমার ভয় চলে গিয়েছিল এবং তা আমাকে শান্তি দিয়েছিল। যখন আমি সুস্থ হয়ে উঠছিলাম, তিনি তখনও সেই ঘরের মধ্যে উপস্থিত ছিলেন। সেই একই ভাবে, আমাদের স্বর্গস্থ পিতা আমাদের সমস্ত পরিস্থিতিতে ও আমাদের প্রতিটি কঠিন মুহূরত ্ ে আমাদের পাশে থাকবেন। যেমন তিনি মোশি কে তাঁর উপস্থিত থাকার আশ্বাস দিয়েছিলেন, তাতে আমরাও নিশ্চিত হতে পারি যে তিনি আমাদের সঙ্গে থাকবেন ও আমাদের বিশ্রাম দেবেন।– হেনরি বসচ। সেই তুমি যার উপস্থিতিতে আমার প্রাণ আনন্দ করে যাকে আমি দুঃখের সময়ে ডাকি দিনেতে আমার সান্ত্বনা এবং রাত্রিতে আমার গান আমার আশা, আমার পরিত্রাণ, আমার সবকিছু- সোয়াইন। ঈশ্বর পশ্চাতে থাকাতে আপনি সম্মখ ু স্থ সমস্ত বিষয়ে এগোতে পারেন। পৃষঠ ্ া-৩ আজকের বাইবেল পাঠ যাত্রাপুসত ্ ক- ৩৩:১২-১৭ অন্তর্দৃষ্টি ঈশ্বরের চিরস্থায়ী উপস্থিতির প্রতিজ্ঞা ইস্রায়েলের কাছে আশির্বাদ যা আমরা খ্রীষ্টিয়ান হিসাবে জানতে পারি। যোহন ১৪:১৮ তে, যীশু প্রতিজ্ঞা করেছেন যে আমদের কখনো তিনি একা রেখে যাবেন না। কেন? কারণ ঈশ্বরের সন্তানদের জীবনে পবিত্র আত্মার চিরস্থায়ী উপস্থিতি।


পৃষঠ ্ া-৪ অন্তকালীন দয়া পাঠগীতসংহিতা ১৩৬:১-৯ তোমরা সদাপ্রভুর স্তব কর; কেননা তিনি মঙ্গলময়; তাঁহার দয়া অনন্তকাল স্থায়ী। -গীতসংহিতা ১৩৬:১ আপনাকে এই জগতে সেই যন্ত্রণাময় সময় পর্যন্ত বাঁচতে হবে না এটা জানার জন্য সে কোন কিছুই চিরস্থায়ী হয় না। যে গাড়িটি আপনি কেনার সময় অত্যন্ত গর্ব অনুভব করেছিলেন এখন সেটি ঠিক হতে অনেক সময় চলে যাচ্ছে। যে কাপড়গুলি এক সময়ে কিনে ছিলে এখন তা ম্লান হয়ে হয়ে পরার অযোগ্য হয়ে গেছে। বাড়ীতে ছাদ ফুটো হয়ে গেছে, জিনিসপত্র ভেঙে যাচ্ছে, আসবাবপত্র পরিবর্তনের সময় হয়ে গেছে। এবং যে সমস্ত সম্পর্কগুলি টিকে থাকার কথাছিল যা ভেঙে যাচ্ছে। কিছুই চিরস্থায়ী হয় না- কিছুই না কিন্তু ঈশ্বরের দয়া, যা চিরস্থায়ী। গীতসংহিতা ১৩৬ শে আমাদেরকে এই উ�সাহিত বিষয়টি ২৬ বার মনে করিয়ে দেওয়া হয়েছে। ২৬ বার লেখক আমাদেরকে এমন কিছু দিয়েছেন যার জন্য আমরা ঈশ্বরের গৌরব করতে পারি এবং তার পর তিনি মনে করিয়েছেন যে “তাঁহার দয়া অনন্তকাল স্থায়ী।” এইটার অর্থ কি একটু চিন্তা করুন। যখন আমরা পাপ করি ও ক্ষমার প্রয়োজন হয়, তখনও তাঁহার দয়া অনন্তকাল স্থায়ী। যখন আমাদের জীবন মনে হয় বিশৃঙখ ্ লাময় যার উপর আমাদের কোন নিয়ত্রন নাই, তখনও তাঁহার দয়া অনন্তকাল স্থায়ী। অসুস্থতা, হতাশা ও দ্বন্দের কারণে আমাদের প্রতিটি দিন কষ্ট সহ্য করতে হচ্ছে, তখনও তাঁহার দয়া অনন্তকাল স্থায়ী। জীবন যখন অপ্রতিরোধ্য হয়ে ওঠে, তখনও আমরা প্রভুর প্রশংসা করতে পারি, যেমন গীতিকার করেছিলেন- ঈশ্বরের দয়া ও প্রতিদিন নতুন ও সতেজ!- ডেভ ব্রানোন সমস্ত পথে আমার মুক্তিদাতা আমার পরিচালনা করেনএর পাশে আমি আর কি চাইবো? আমি কি তাঁর দয়ার প্রতি সন্দেহ করতে পারি,


যিনি আমার সমস্ত জীবনে আমার পরিচালক হয়েছেন?- ফ্লিন্ট ঈশ্বরের হৃদয় সর্বদাই দয়াতে উপচিয়া পড়িতেছে। পৃষঠ ্ া-৫ বাইবেল পাঠ- গীতসংহিতা ১৩৬:১-৯ অন্তর্দৃষ্টি গীতসংহিতা ১৩৬শে, ঈশ্বরের “অনন্তকাল স্থায়ী দয়া” কে অনেকগুলি কারণের জন্য প্রশংসা করা হয়েছে, সেগুলি হল, যে ভাবে ঈশ্বর নিজেকে আমাদের কাছে প্রকাশ করেছেন। ১-৯ পদে, তিনি যে জগতকে নির্মান করেছেন তাঁর প্রতি নিজের ক্ষমতা প্রকাশের দ্বারা আমরা তাঁর দয়া দেখতে পাই। ১০-২২ পদে, মিশরের দাসত্বের হাত থেকে ইস্রায়েল জাতিকে উদ্ধারে তাঁর ক্ষমতা প্রকাশের দ্বারা আমরা তাঁর দয়াকে দেখতে পাই। অন্তিমে, ২৩-২৬ পদে, আমদের প্রতি তাঁর যে করুনা যার যোগ্য আমরা নই তা প্রকাশের মধ্যদিয়ে আমরা তাঁর দয়াকে দেখতে পাই। কোন আশ্চর্য্য বিষয় ছাড়াই গীতিকার এই ভাবে সমাপ্ত করেছেন, “স্বর্গের ঈশ্বরের স্তব কর; তাঁহার দয়া অনন্তকালস্থায়ী।”(গীতসংহিতা ১৩৬:২৬)। পৃষঠ ্ া-৬ ঈশ্বর নিজের সাথে আমাদের চালনা করেন পড়ুন- গীতসংহিতা- ২৩ তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মম ্ পথে গমন করান।– গীতসংহিতা- ২৩:৩। ব্রিটিশ গীতিকার উলিয়াম কওপার (১৭৩১-১৮০০) প্রায়ই নিদারুন মানসিক যন্ত্রনা ভোগ করতেন। অনেক সময়ে, নিজের জীবনকে শেষ করেদিতেও চেয়ে ছিলেন। একরারে সেই রকমের মানসিকতা নিয়ে তিনি একটি ঘোড়ায় টানা গাড়ি ভাড়া নিয়ে টেমস নদীর দিকে নিয়ে যেতে বলেছিলেন, কিন্তু লন্ডন শহর সেই সময়ে গাড় কুয়াশায় ঢাকা থাকাতে চালক রাস্তা হারিয়ে ফেলেছিলেন। অবশেষে অধৈর্য্যবশত নিজেই তিনি নিজের জলসমাধিস্থল খুঁজে নেবেন বলে সেই গাড়ি থেকে লাফিয়ে ওঠেন। কুয়াশাঘন রাস্তা দিয়ে যেতে যেতে যখন তিনি নিজের বাড়ি দরজায় এসে উপস্থিত হন, তা উপলব্ধিকরে তিনি আশ্চর্য্য হয়ে গিয়েছিলেন। নিজের হাঁটুতে বসে তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছিলেন লন্ডন শহরে সেই কুয়াশা পাঠানোর জন্য, যা তাকে আত্মহত্যা করার হাত থেকে রক্ষা করেছে।


তিনি জেনেছিলেন যে ঈশ্বর তাঁর অনুগ্রহে সেই ঘোড়ার গাড়ির চালককে ভুল পথে নিয়েগিয়েছিলেন, সেই গীতিকার মনে রাখার মতন এই শ্বব্দগুলি লিখেছিলেন- “ঈশ্বর রহস্যময় ভাবে তাঁর আশ্চর্য্য কার্যের নিমিত্ত চালনা করেন; তিনি সমুদ্রে নিজের পদ রাখেন, এবং ঝড়ের উপরে ওঠেন। তোমরা ভয়কারী সাধুগন সতেজভাবে সাহসীহও; যে মেঘকে দেখে ভয় পাই সেটা দয়াতে মহান এবং যা তোমাদের মাথায় আশীর্বাদ আকারে নেবে আসবে।” আপনার ও আমার জীবনে আগত সমস্ত কিছুতেই ঈশ্বরের উদ্দেশ্য আছে। আমরা হয়তো অনেক ‘কেন?’ বর্তমান সময়ে বুঝতে পারবো না, কিন্তু একদিন স্বর্গে গিয়ে আমরা দেখবো যে কিভাবে ঈশ্বর আমাদের দুর্দশার মধ্য দিয়ে পরিচালনা করেছেনহেনরি বোস ঈশ্বরের নিশ্চয়তার হস্ত সর্বদা আমাদের পরিচালনা করছে; জীবন হল দুর্দশার পর্দা, জীবনের ছায়ার গভীরতা যতই হোক না কেন, আপনি সেইখানে আপনার পিতা অবশ্যই পাবেন- চেম্বারস যদি আপনি যে রাস্তা জানে তার সঙ্গে থাকেন তাহলে আপনাকে রাস্তা জানার দরকার নাই। পৃষঠ ্ া-৭ আজকের বাইবেল পাঠ- গীতসংহিতা-২৩ অন্তর্দৃষ্টি কোন প্রশ্ন ছাড়াই সমস্ত গীত অপেক্ষা খুব জনপ্রিয় একটি গীত, গীতসংহিতা-২৩ মনে করিয়ে দেয় মেষপালকের তার মেষেদের প্রতি ক্রমাগত যত্নশিলতা। এই গীতের যে বিষয়টি মজাদার করে তোলে তাহল, দাউদ আমাদের কে মেষপালকের বিশ্বস্ততা বিষয়ে বর্ননা দ্বারা শুরু করেছেন। অনেক আগেই তার মনোযোগ সরে গিয়েছে। যখন তিনি মেষপালকের যোগানোর বিষয়ে, ঈশ্বর যে বিশ্বস্ত সেই বিষয়ে নিজের অভিজ্ঞতা বলেছেন। কিন্তু দাউদ যখন ‘মৃতয ্ ু ছায়ার উপত্যকাকে’ অনুভত ু করেছেন, তিনি ঈশ্বরকে স্বয়ং বর্ননা করেছেন এবং জীবনের অন্ধকারময় সময়ে ঈশ্বরের বিশ্বস্ত পরিচালনাকে স্বীকার করেছেন। পৃষঠ ্ া-৮


ঈশ্বরের অসাধারণ ক্ষমতা পড়ুন- গীতসংহিতা- ১১৪ পৃথিবী! তুমি কম্পিত হও, প্রভুর সাক্ষাতে- গীতস্নহিতা- ১১৪:৭ নিষ্পেষণকারী সমুদ্র ঢেউ এর যাতা-য়াত। প্রাচীনকাল থেকেই সমুদ্র মহাদেশগুলি কে আলাদা করে রেখেছে। মানুষ তার উপর দিয়ে চলতে শিখেছে, সমুদ্রের নিচ পর্যন্ত্যও গিয়েছে, এবং তার ভিতর দিয়েও গিয়েছে- কিন্তু তার বিশালত্ব ও তার নিরলস বল যা অদমনীয়। পাথর ভেঙে যায়, তীরের পরিবর্তন হয়, অভিজ্ঞ নাবীকও বয়ে যায় এবং অনেক সময় ডুবে যায়। প্রতিভাশীল মানুষ ও অত্যাধুনিক যন্ত্রপাতির মিলন সমুদ্রকে কিছুটা জয় করেছে। যাই হোকনা কেন, এরা ঈশ্বরের কাছে কোন সমস্যা নয়। যিনি এই প্রকাণ্ড সমুদ্র নির্মান করেছেন তিনি তাঁর ইচ্ছা অনুযায়ী সেইগুলিকে কার্যে লাগান। গীতসংহিতা ১১৪ ইস্রায়েলের মিশর হইতে যত্রা ও লোহিত সাগরের দুইভাগ(যাত্রাপুস্তক- ১৪:১৩-৩১) হওয়ার বিষয়ে ঈশ্বরের অসীম ক্ষমতাকে বর্ননা করে। গীতিকার লিখেছেন, “দেখিয়া সমুদ্র পলায়ন করিল,”(গীতসংহিতা ১১৪:৩)। এর পর তিনি প্রশ্ন করেছিলেন, “তোমার কি হইল, সমুদ্র, তুমি কেন পলাইলে?”(৫পদ)। সমুদ্র ঈশ্বরের আজ্ঞা পালন করছিল। যখন উত্তাল সমুদ্রের প্রতিকূলতা ভয় দেখায়, তখন আমাদের ঈশ্বরের অসীম ক্ষমতাকে মনে করার প্রয়োজন হয়। তাঁর সম্মখ ু থেকে সমুদ্র যেমন পলায়ন করে ঠিক তেমনি ভাবে আমদের সম্মুখ থেকে যে সমস্ত বাধাগুলি অপ্রতিরোধ্য মনে হচ্ছিল তাও পলায়ন করে। ঈশ্বরের ক্ষমতার বিপক্ষে তাদের প্রতিরোধ করার কোন শক্তি থাকে না তারা চায়ের কাপে রাখা জলের মতো হয়ে যায়!- ডেভিড এগনার। ঈশ্বর তাঁর সেবাকারীদের তাঁর প্রতিজ্ঞা দেনঃ আপনাকে একা এই জীবনের সম্মুক্ষম ্ ীন হতে হবে না যখন আপনি আপনার কষ্টে দুর্বল হয়ে পড়বেন, তাঁর ক্ষমতা আপনাকে জয়ী করবে- আপনার নিজের ক্ষমতা নয়।– হেস আপনার চার পাশে থাকা সমস্যার চাপের থেকে আপনার মধ্যে থাকা ঈশ্বরের ক্ষমতা অনেক শক্তিশালী। পৃষঠ ্ া-৯ আজকের বাইবেল পাঠ- গীতসংহিতা ১১৪ অন্তর্দৃষ্টি


গীতসংহিতা ১১৪ আমদেরকে ইস্রায়েলের প্রতি ঈশ্বরের ক্ষমতা প্রদর্শনের সাক্ষ্য রূপে মনে করায়। ‘সমুদর ্ ের’ সাথে তিনি কিভাবে লোহিত সাগরকে দুই ভাগ করার দ্বারা মিশরের বন্দিত্ব থেকে মুকত ্ করেছিলেন(যাত্রাপুস্তক- ১৪:২১), ‘যর্দ্দন উজানে বহিল’ এর দ্বারা তিনি মনে করিয়েছেন কিভাবে যর্দ্দন নদীকে খুলে দিয়ে ইস্রায়েল জাতি প্রথম বার সেই প্রতিজ্ঞাত জমিতে উপস্থিত হয়েছিল(যিহশূয় ৩:১৩-১৬)। পাথর থেকে ঈশ্বরের জল যোগান (যাত্রাপুসত ্ ক ১৭:১-৬) ঈশ্বরের ক্ষমতাকে প্রকাশ করে। যখন আমাদের ক্ষমতা যথেষ্ট নয় তখন তাঁর ক্ষমতা আমদেরকে জয়ী করে। পৃষঠ ্ া-১০ ঈশ্বর বোঝেন গীতসংহিতা ১৩৯:১-১২ তিনি আমার গঠন জানেন- গীতসংহিতা- ১০৩:১৪ মোটরগাড়ির সুরুর সময়ে, রাস্তার মাঝে মডেল-টি লাগানো থাকতো। চালক কোন যতই বাঁকিয়ে যাওয়ার চেষ্টা করুক না কেন সে শুরু করতে পারতো না। ঠিক সেই সময়ে একটি অভিনব গাড়ি তার পিছনে এসে দাঁড়ালো। একজন পেশিবহুল কর্মদক্ষ ব্যক্তি সাহায্যের জন্য পিছনের সীট থেকে বেরিয়ে এলো। ছাদের নিচ দেখার পর কিছুটা চিন্তা করে, এই অচেনা ব্যক্তিটি বললেন ‘এবার চেষ্টা করুন’! সেই মুহূর্তে ইঞ্জিন জীবন ফিরে পেল ও বিড়াল ছানার মতো আওয়াজ করতে লাগলো। সুপরিচ্ছদ পরিহিত ব্যক্তি যিনি চালকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, তিনি নিজের পরিচয় দিলেন হেনরি ফোর্ড। তিনি বলেছিলেন “আমি এই ধরনের গাড়ির নক্সা ও গাড়ি বানাই”, “তাই যখন এই ধরনের সমস্যা হয় আমি জানি তখন কি করতে হয়।” গীতসংহিতা ১৩৯, দায়ুদ বলেছেন যে ঈশ্বর, আমাদের সৃষ্টি করেছেন ও আমাদের জীবন পরিকল্পনা করেছেন, তিনি আমাদের সম্পূরন ্ রূপে বুঝতে সক্ষম। আমাদের ওঠা ও বসা তিনি জানেন, এবং আমাদের মাথায় কোন চিন্তা আসার আগেই তিনি তা জেনে যান। যখন কোন কিছুই সঠিক হচ্ছে না সেই মুহুরত ্ ে আমরা দৃঢ়ত্বার সাথে তাঁর দিকে তাকাতে পারি। তিনি আমাদের পরিস্থিতির সমস্যাকে এবং সেই মুহুরত ্ ে কি প্রয়োজন তাও জানেন কারণ “তাঁহার বুদ্ধির ইয়ত্তা নাই”(গীতসংহিতা ১৪৭:৫)। ঈশ্বর যে বোঝেন তাহা খুবই সান্ত্বনা দায়ক!- হেনরি বোসচ ঈশ্বর আপনার হৃদয়ের ব্যথা কে বোঝেন, তিনি তিক্ত যন্ত্রনাকে জানেন;


অন্ধকারে তাঁকে বিশ্বাস কর, আপনি নিষ্ফলতায় নির্ভর করতে পারেন না।– স্মিথ যিনি আপনাকে বানিয়েছেন তিনি আপনাকে উন্নতও করতে পারেন। পৃষঠ ্ া-১১ আজকের বাইবেল পাঠ- গীতসংহিতা- ১৩৯:১-১২ অন্তর্দৃষ্টি ঈশ্বর বোঝেন-এর সমান্তরাল একটি অংশ আমরা ইব্রীয়- ৪:১৫ পদে দেখতে পাই। লেখক লিখেছেন যে যীশু আমাদের কষ্টকে উপলব্ধি করতে সমর্থ কারণ তিনি ব্যক্তিগতরূপে আমাদের যন্ত্রনার স্পর্শ পেয়েছেন। তিনি মানবীয় প্রধান যাজক, যিনি নির্লিপ্ত ও অনেক দূরে তার মতো নন। আমাদের একজন স্বর্গীয় প্রধান যাজক রয়েছেন যিনি আমাদের এই জীবনের মধ্যে চলা সমস্ত রকমের যন্তর ্ নাকে উপলব্ধি করেন। পৃষঠ ্ া-১২ হৃদয় দিয়ে তাঁর উপর নির্ভর করা পড়ুন- গীতসংহিতা ৩৪:১৫-২২ সদাপ্রভু দুষ্টদের হইতে দূরে থাকেন, কিন্তু তিনি ধার্মিকদের প্রার্থনা শুনেন।– হিতোপদেশ- ১৫:২৯ ওয়েডি স্পোলেসত্রা নামে একজন লেখক ও তার স্ত্রী যিন যারা দুইজনই ছিলেন ৮০ বছরের উর্দ্ধে যারা প্রতিদিন যীশু খ্রীষ্টেতে বিশ্বাসীর জীবনকে প্রদর্শন করতেন। যিন ৩ বছর ধরে কনজেসটিভ হার্ট ফেলিওর সমস্যায় ভুগছিলেন। গত বারে ডাক্তারি পরীক্ষার পর, উনার ডাক্তার বলেছিলেন, ‘আপনার হার্ট ভালো আছে ও আপনার ফুসফুসও পরিষ্কার। দেখে মনে হচ্ছে দুটি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে।’ যখন তার স্বামী ‘ঈশ্বরের ধন্যবাদ’ বলে উত্তর দিলো, তখন ডাক্তারও বললেন “এটাই সঠিক। আপনাদের দুইজনের আচরণই ইতিবাচক। আপনারা প্রার্থনায় যে উত্তর পাওয়া যায় তাতে বিশ্বাস করেন। যেভাবে আমি আগেও বলেছি চিকি�সা ক্ষেত্রের একটা বড় অংশ হল প্রার্থনা।”


ইহা অত্যন্ত উদ্দিপনার কথা যখন একজন ডাক্তার রোগীর চিকি�সায় প্রার্থনাকে যোগসুত্র হিসাবে উল্লেখ করেন। যদিও এটা নতুন কোন ধারণা নয়। সমীক্ষা দেখিয়েছে যে প্রার্থনা সুস্থতার প্রক্রিয়াকে বাড়িয়ে দেয়, সে রোগী নিজে বা যে কেউই প্রার্থনা করুক না কেন। কিন্তু প্রার্থনা কার্য করে তা বোঝার জন্য আমাদের কোন পড়াশুনার দরকার নাই। আপনার ক্লেশগুলির বিষয়েকে প্রভু কে প্রার্থনায় বলেছেন? তিনি জানেন কিভাবে আপনার প্রয়োজন মেটাতে হবে- সরাসরি নিজের হস্তক্ষেপে(গীতসংহিতা ৩৪:১৭) অথবা নিজের উপস্থিতির দ্বারা সান্ত্বনা প্রদানের মাধ্যমে(১৮ পদ)। আজই নিজের হৃদয়দিয়ে তাঁর উপরে নির্ভর করুন- ডেভ ব্রানন। প্রার্থনা আমাদেরকে আমাদের খ্রীষ্টিয় জীবনে চলার শক্তি ও ক্ষমতা প্রদান করে; প্রার্থনা জীবন্ত ঈশ্বরের সাথে আমাদের সংযোগ ঘটায়তাই আমাদের প্রার্থনা করার প্রয়োজন রয়েছে- অ্যানন। প্রতিদিনের চিন্তার প্রতিকার হল প্রতিদিনের প্রার্থনা। পৃষঠ ্ া-১৩ আজকের বাইবেল পাঠ- গীতসংহিতা- ৩৪:১৫-২২ অন্তর্দৃষ্টি বাইবেলে একটি সান্তব ্ না দায়ক বাক্য হল গীতসংহিতা- ৩৪:১৮। যখন আমরা ব্যাথা পাই, আমরা তা দেখে তার যত্ন নিই। যখন আমরা কষ্ট পাই, তিনি আমাদের কাছে এসে আমদের উদ্ধার করেন। যখন আমাদের তাঁর প্রয়োজন হয়, তিনি আমাদের ভাঙা হৃদয় ও অনুতপ্ত আত্মাকে দেখেন। তিনি আমাদের আত্মার গভীরতায় ও আমাদের যন্ত্রনায় আমাদের পরিচর্যা করেন। পৃষঠ ্ া-১৪ অব্যার্থ প্রেম পড়ুন- যিরমিয়- ৩১:১-৭ আমি ত চিরপ্রেমে তোমাকে প্রেম করিয়া আসিতেছি, এই জন্য আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া করিলাম- যিরমিয়- ৩১:৩ এক অজানা লেখক বলেছেন ঈশ্বরের প্রেম এমন এক স্রোত যা কখনো জমে যায় না, এমন উতস যা কখনো শুকিয়ে যায় না, এবং এমন এক সূর্য যা কখনো অস্ত যায় না।


অপরিবর্তনীয় ঈশ্বরের প্রেম কে না বোঝার কারণে অনেকে হতাশা গ্রস্ত হয়ে পড়েছে। ডি এল মুডি একবার বলেছিলেন “ঈশ্বরের প্রেম যা ক্ষমতা ও স্নেহপূর্ন যা আমাদের সহিত আমাদের গৃহে প্রবেশ করে তার থেকে আর বড় কোন বাইবেলের সত্য আমার জানা নাই। শয়তান বারে বারে নারী ও পুরুষদের পিছনে এই নিয়ে ধাওয়া করে যে ঈশ্বর তাদের প্রেম করেন না। আপাদের প্রথম পিতা-মাতা সেই মিথ্যাটা বোঝাতে সে সফল হয়েছিল, এবং অনেক সময় সে আমাদেরকেও বোঝাতে সফল হয়।” মুডি আরও বলেছেন, “আপনাদের সন্তান বদমেজাজি বা সে হয়তো অবাধ্যতার কাজ করেফেলেছে, তার ফল এই নয় যে আপনি সে আপনার কেউ নয় বলে দাবি করে ছুড়ে ফেলে দেন। ঠিক একই ভাবে আমরাও তাঁর থেকে সরে যাই, তার অর্থ এই নয় যে ঈশ্বর আমাদের তুচছ ্ জ্ঞান করেন। এটা সেই পাপ যা তিনি ঘৃনা করেন।” যিরমিয় ইস্রায়েলকে যা লিখেছিলেন, সেই একই অনন্তকালীন প্রেম তাঁর লোকেদের জন্য আজকের দিনেতেও সত্য। তিনি আমাদের কখনই চলে যেতে দেন না, এবং তাঁর দয়া আমাদের কখনও নিরাশ করে না। আমাদের পরিস্থিতি যতই বিচলিত করুক না কেন, আমরা জীবনের অর্থ খুঁজে পাই যখন ঈশ্বরের ভরসাজনক বাক্যকে আমাদের হৃদয়ে গ্রহন করিঃ “আমি ত চিরপ্রেমে তোমাকে প্রেম করিয়া আসিতেছি”- হেনরি বোসচ ইহা কত অদ্ভুদ যে যিনি উপর থেকে আমাদেরকে লক্ষ্য রাখছেন, তিনি সর্বদা আমাদেরকে তাঁর চির প্রেমে নিচে আশ্রয় দেবেন।– রাজা ও মানুষের প্রেমের সীমা আছে কিন্তু ঈশ্বরের প্রেম সীমাহীন। পৃষঠ ্ া-১৫ আজকের বাইবেল পাঠ- যিরমিয়- ৩১:১-৭ অন্তর্দৃষ্টি ৩ পদে উল্লেখিত ঈশ্বরের প্রেম সত্যই ধনশালী। ইহা কার্যকারী প্রেম(আমি প্রেম করিয়াছি) যা ঈশ্বর তাঁর সন্তানদের প্রতি দিয়েছেন। ইহা অনন্তকালীন প্রেম(চিরস্থায়ী) যার কোন শেষ নাই এবং ইহা আমাদেরকে তাঁর সাথে সম্পর্ক স্থাপনের জন্য আহ্বান করে। যেমন আমরা পাই যোহন ৩:১৬পদে, এই সমস্ত কিছুই এখনো সত্য,- “কারণ ঈশ্বর জগতকে এমন প্রেম করিলেন, যে আপনার একজাত পুত্র কে দান করিলেন; যেন যে কেহ তাঁহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়।”


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.