আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’র উল্লেখ করার পর থেকেই ছবিটি নিয়ে ভক্তদের আগ্রহ যেন আরো বেড়ে গেছে। গৌরী খানের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, শাহরুখ এবার ‘ডিডিএলজে’র পার্ট টু করার কথা ভাবতে পারে। আদিত্যকেও (চোপড়া) বলব আমি। সেই ছবিটা যদি প্রথম ছবির মতো আইকনিক হয়, তা হলে যত বিদেশি প্রেসিডেন্ট এ দেশে আসবেন, সকলেই প্রসঙ্গটি তুলবেন!