স্বপ্নের সমুদ্রের লোনা জলে গা ভাসানো আর বালুকা বেলায় দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা। মোহনীয় এ স্বপ্নের আবেশে গা ভাসাতে বছরজুড়েই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় করেন দেশ-বিদেশের পর্যটকরা। তবে শীতের সঙ্গে পর্যটকের ভিড় বহুগুণ বেড়েছে। তাদের উল্লাসে এখন মুখরিত সৈকতের প্রতিটি পয়েন্ট।