আর্নেস্তো ভালভার্দেকে বহিষ্কার করেছে বার্সেলোনা। ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে বিদায় নিয়েছেন তিনি। তার স্থলাভিষিক্ত হচ্ছেন আরেক স্প্যানিশ কোচ। নতুন এই কোচের নাম কুইক সেতিয়েন। মেসি-গ্রিজম্যানদের দায়িত্ব পেতে চলেছেন লা পালমাস-রিয়াল বেতিস-লেভান্তের সাবেক এই কোচ।