আমার আজকের এ লেখা মা-বাবাকে নিয়ে। সেই মা যিনি আমাদের গর্ভে ধারণ করেছেন, জন্ম দিয়েছেন, দিনরাত এক করে মানুষ করেছেন। অসুখে রাত জেগেছেন, নিজে হাতে পেন্সিল ঘুরিয়ে লেখা শিখিয়েছেন, পরীক্ষার সময় রাতের পর রাত পাশে বসে থেকেছেন। নিজে না খেয়ে তার ভাগের খাবারটা আমাদের খাইয়েছেন। নিজে না খেয়েও তৃপ্তি পেয়েছেন সন্তান বাড়তি খেয়েছে বলে।