নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় শুরু হয়েছে ‘গাঙচিল’ ছবির শেষ লটের শুটিং। নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত এ ছবির শুটিংয়ে কাদা মাখামাখি করলেন ফেরদৌস-পূর্ণিমা। রোববার শীতের সকালে কাদা মেখে শুটিং করেন। শট দেয়ার পর কাদা মাখামাখি উৎসবে মাতেন ছবির নির্মাতা ও শিল্পীরা।