#মিটু নিয়ে গেল দুই বছর অনেক কথাই হয়েছে। সেসময় কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেড়িয়ে আসার মতো কাহিনী হয়েছে। অনকে বড় বড় অভিনেতা এবং পরিচালকদের নামও বেরিয়ে এসেছিলো সেইসব অভিযোগে। এত প্রতিবাদ, সোশ্যাল মিডিয়ায় এত লেখালিখিতে কোন লাভ হয়েছে কী? বলিউডের কোন বদল এসেছে? অবশেষে মুখ খুললেন কাজল। তার মতে বদল এসেছেই।