নাচ-গান নিয়ে বেড়ে উঠলেও ইন্দ্রানী দাশের মনের মধ্যে সুপ্ত বাসনা ছিল অভিনয় করার। এবার মনের মধ্যে লালন করা সেই স্বপ্নের সিঁড়িতে পা দিলেন। প্রথমবারের মতো নাটকের মূল চরিত্রে অভিনয় করলেন তিনি। নাটকের নাম ‘সেল ফোন’। এটি সময়ের গল্প ধারবাহিকের একটি বিশেষ পর্ব।