Caring for your Cast (Bengali)

Page 1

আপনার কােস্টর পিরচযর্া েরাগীেদর জনঁ তথঁ আমার কােস্টর েকন প্রেয়াজন? কাস্ট হল সাধারণ িচিকৎসার একিট পদ্ধিত। তােদর বঁবহার করা হয়, ভাঙা হাড়েক তােদর স্থােন ধের রাখেত, যােত সময়মেতা তােদর িনরাময় ঘটেত পাের, এবং বঁথা কম হয়। গুরুতর মচেক যাওয়া জিনত বঁথা িনরাময় করেতও তােদর বঁবহার করা েযেত পাের। তােদর লািগেয় রাখেত হেব আপনার হাত অথবা পােয় 4 েথেক 12 সপ্তােহর জনঁ, আপনার আঘােতর তীব্রতার উপর িনভর্র কের। িবিভন্ন প্রকােরর কাস্ট বা িস্প্লন্ট প্রেয়াগ করা হয়। প্লাস্টার অফ পঁািরেসর স্লঁাবগুিল প্রেয়াগ করা হয় িচিকৎসার প্রাথিমক ধােপ, যােত েভেঙ যাওয়া হাড়গুিলেক তােদর সিঠক স্থােন রাখা যায়। িসেন্থিটক কাস্ট প্রেয়াগ করা হেব যখন েভেঙ যাওয়া হাড় িনরাময় হেত শুরু করেব।


আমার কােস্টর পিরচযর্া আিম কীভােব করব? কােস্টর সিঠক যত্ন গ্রহণ করা খুবই প্রেয়াজন যােত দ্রুত আেরাগঁ এবং সংক্রমণ িনিশ্চত করা যায়। হাত • আপনার কাস্ট শুকােত ও েসট হেত হয়ত 30 িমিনট েথেক 48 ঘন্টা পযর্ন্ত িনেত পাের। (বঁবহৃত বস্তুর উপর িনভর্র কের) • প্রথম 72 ঘন্টায় ফুেল েযেত পাের। • পািনর সংস্পশর্ এিড়েয় চলুন। েগাসল করার অথবা েধায়ার সময় আপনার কাস্টেক সুরিক্ষতভােব ঢাকা িদেয় রাখুন প্লািস্টেক আবরণ িদেয়। • িস্লং বঁবহার কের আপনার আঘাতপ্রাপ্ত হাত আপনার হৃদযেTর উচ্চতায় তুলুন, দঁ ািড়েয় অথবা বেস থাকার অবস্থায়। এিট সাহাযঁ করেব েফালা ভাব কমােত। • শুেয় থাকার অবস্থায় আঘাতপ্রাপ্ত হাতিটেক বািলেশর উপর রাখুন, যােত েসিট আপনার হৃদযেTর একই উচ্চতায় থােক। এিট সাহাযঁ করেব েফালা ভাব কমােত। • আঘাতপ্রাপ্ত হােত রক্ত সঞ্চালন পরীক্ষা করুন, একিট হােতর নেখর মূলেক িটেপ ধের থাকুন যতক্ষণ না েসিট সাদা হেয় যায়। চাপ সিরেয় িনেল যিদ েসিটর রঙ িফরত আেস, তার অথর্ হল েয রক্ত সঞ্চালন িঠক আেছ। • িনয়িমত পরীক্ষা করুন যােত আপিন হােতর আঙুলগুিল সহেজ েখালা-বন্ধ করেত পােরন, এবং েসগুিল েযন নীল না হেয় যায় অথবা তােত েফালা েযন েবেড় না যায়।

যা করেবন না: • চুলকািন কমােত পাউডার, েP অথবা বাইেরর অনঁ েকােনা বস্তু প্রেয়াগ করেবন না, এর কারেণ ত্বেক গুরুতর প্রিতিক্রয়া অথবা সংক্রমণ েদখা িদেত পাের। • কাস্ট েকেট েছােটা করা বা েসিটেক েকেট েফেল েদেবন না।


পা • আপনার কাস্ট শুকােত ও েসট হেত হয়ত 30 িমিনট েথেক 48 ঘন্টা পযর্ন্ত িনেত পাের। (বঁবহৃত বস্তুর উপর িনভর্র কের) • প্রথম 72 ঘন্টায় ফুেল েযেত পাের। • পািনর সংস্পশর্ এিড়েয় চলুন। েগাসল করার অথবা েধায়ার সময় আপনার কাস্টেক সুরিক্ষতভােব ঢাকা িদেয় রাখুন প্লািস্টেকর আবরণ িদেয়। • শুেয় থাকার অবস্থায় আঘাতপ্রাপ্ত পািটেক বািলেশর উপর রাখুন, যােত েসিট আপনার হৃদযেTর একই উচ্চতায় থােক। এিট সাহাযঁ করেব েফালা ভাব কমােত। • আঘাতপ্রাপ্ত পােয় ওজন েতালা এিড়েয় চলুন। যিদ আপনােক হঁাটেত হয়, তেব অবলম্বন িহসােব ক্রাচ অথবা হঁাটেত সহায়তা কের এমন উপকরেণর বঁবহার করুন। • আঘাতপ্রাপ্ত পািটেক একিট েচয়ােরর উপর রাখুন যােত েসিট আপনার েকামেরর সােথ একই উচ্চতায় থােক। এিট সাহাযঁ করেব েফালা ভাব কমােত। • আঘাতপ্রাপ্ত পােয় রক্ত সঞ্চালন পরীক্ষা করুন, পােয়র আঙুেলর নখ িটেপ ধের থাকুন যতক্ষণ না েসিটর মূল সাদা হেয় যায়। চাপ সিরেয় িনেল যিদ েসিটর রঙ িফরত আেস, তার অথর্ হল েয রক্ত সঞ্চালন িঠক আেছ। • িনয়িমত পরীক্ষা করুন যােত আপিন পােয়র আঙুলগুিল সহেজ নড়া-চড়া করেত পােরন, এবং েসগুিল েযন নীল না হেয় যায় অথবা তােত েফালা েযন েবেড় না যায়।

যা করেবন না: • আঘাত প্রাপ্ত পা বঁবহার কের হঁাটাচলা করেবন না, যিদ না ডাক্তার বেলন েয আপিন েসিট করেত পােরন। • চুলকািন কমােত পাউডার, েP অথবা বাইেরর অনঁ েকােনা বস্তু প্রেয়াগ করেবন না, এর কারেণ ত্বেক গুরুতর প্রিতিক্রয়া অথবা সংক্রমণ েদখা িদেত পাের। • কাস্ট েকেট েছােটা করা বা েসিটেক েকেট েফেল েদেবন না।


আপনােক কখন িচিকৎসাগত পরামশর্ িনেত হেব? অনুগ্রহ কের আমােদর েফান করুন 6555 8000 নম্বের যিদ আপিন িনেচ বিণত উপসগর্গুিল েকােনা একিট অনুভব কেরন। আঘাত প্রাপ্ত হােত বা পােয় তীব্র বঁথা অথবা ফুেল যাওয়া, যার েকােনা িনরাময় হয় না: • ওষুধ েসবন করার পের • িবশ্রাম েনওয়ার পের • আপনার হৃদযT বা েকামর পযর্ন্ত েতালার পের কােস্টর িভতের অবশ হেয় যাওয়া বা “সূঁেচর মেতা ফুটেত থাকা”-র অনুভূিত। আঘাতপ্রাপ্ত হাত বা পােয়র আঙুলগুিল নীল হেয় যাওয়া অথবা সাদা হেয় যাওয়া এবং তােত বঁথা হওয়া। সুস্থ হাত বা পােয়র তুলনায় আঘাতপ্রাপ্ত হাত বা পােয়র আঙুলগুিল নাড়েত না পারা। কােস্টর ধার ধের ত্বেক চুলকািন অথবা র ঁাশ। কােস্ট নতুন েছাপ বা রেঙর পিরবতর্ ন েদেখন (অTপচােরর পের), অথবা যিদ কাস্টিট েভেঙ যায়, েফেট যায়, িঢলা হেয় যায় অথবা নরম হেয় যায়। িভেজ কাস্ট েথেক তীব্র দুগর্ন্ধ

Yishun Health is a network of medical institutions and health facilities in the north of Singapore, under the National Healthcare Group. Admiralty Medical Centre • (65) 6807 8000 • www.admiraltymedicalcentre.com.sg Khoo Teck Puat Hospital • (65) 6555 8000 • www.ktph.com.sg Yishun Community Hospital • (65) 6807 8800 • www.yishuncommunityhospital.com.sg The information is correct at the time of printing and subject to revision without further notice.

IP.PE.73B.0420


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.